তাসনিম রিফাত
====================
জানি একদিন চলে যাবে সব ফেলে,
কুণ্ঠাবোধ করবে না একটুও,
অবলীলায় ছিন্ন-ভিন্ন করবে বাগানের ফুল।
এতোটুক জেনেই হৃদয়ের পুরোটা দেই নি তোমায় ,
দিয়েছিলাম আংশিক আকাশ,ভূ-গোল ,
কয়েকটি নক্ষত্র,
হৃদয়ের মানচিত্রে দিয়েছিলাম আধেক সীমানা ।
পুরোটা রাখিনি হৃদয়ের গর্ভে,
কিছুটা বাইরে,নিবিড় নির্বাসন !
কৃষ্ণপক্ষের দুয়ারে একদিন প্রহরী হব জেনেই ,
পুরোটা দেই নি জোছনা ,
কিছুটা রেখেছি নিজের সীমানায়,
যেন,চলে গেলে চাঁদের রক্ত না ঝরে!
জানি ,একদিন দুঃখ হবে আমার একমাত্র প্রেমিকা ,
তাই,কিছুটা বিরহ আগুনে পুড়িয়েছি ,
পুড়িয়েছি কিছুটা হৃদয়,
যেন কিছুটা কয়লা জড়িয়েও বাঁচা যায় ।
একদিন সবাই এভাবেই চলে যায়,
যেমনতা নিখোঁজ হয় বারান্দায় বসা শালিক ,
নিয়তির এমনই আইন,স্বেচ্ছায় কারাগার !
ভূমিধ্বস হয় হৃদয়ের চূড়ায় ।
পুরোটা আলো দেয় নি তোমায়,
দিয়েছিলাম কিছুটা অন্ধকারও ,
যেন হঠাৎ আলো অভিমানী হলে,
পারো সঠিক মোম জ্বালাতে ।
কিছুটা কম আগুন জ্বলুক বক্ষের আচরণে
চলে যাওয়ার পর নিশুতি নিশিতে ।
হৃদয়ের সেখানে রেখেছি,যেখানটা আমি চিনি ,
ওইখানে তুমি থাকবে,বাকিটুকো আমার গ্লানি,
যাওয়ার সময় সব নিয়ে চলে যাবি ,
তখন আমি আবার গ্লানিটুকো চিনে নেব ।