সত্যি বলতে কি! এটা ভাষায় প্রকাশ করার মতো না। ১৬ কোটি মানুষের চাওয়া পূরণ হয়েছে। যেন সেই একাত্তরের প্রতিশোধ নেওয়া গেছে, আর কি চাই! এর থেকে ভালো আর কি বা হতে পারত!
ক্রিকেট বুঝি অনেক আগে থেকেই। হ্যাঁ ছোট থেকেই। আমি ৯৯ এর জয়টা দেখিনি। কারণ তখন সেই সালে আমার জন্ম। কিন্তু ইউটিউবে দেখে নিয়েছি। বড় ভাই থকে শুনেছিলাম সেই দিন নাকি সারা রাস্তায় মিছিল হয়েছে। মানুষের স্লোগানে স্লোগানে মুখর হয়েছে রাস্তা। বাংলার পথ। কিন্তু ঐ দিনের স্বাদটা যেন নেওয়া হয়নি অনেকদিন। এবার আর ভুল করেনি ওরা। ওরা মুচরে দিয়েছে প্রতিপক্ষকে। ওদের জৌলুসকে আর আত্নহংকারকে।
কোথায় যেন পড়েছিলাম ইমরান খান নাকি একবার বাংলাদেশের সাথে খেলার সময় টস করতে আসেন নি। ড্রেসিং রুমে টস হয়েছিল। একটু অবজ্ঞা করেই বোধহয়। কিন্তু সেই আত্ন অহংকারকে ভেঙে টুকরো করে দিয়েছি। এক নিমেষে।
যতটুকু জানি পাকিস্তান এক সময় অপ্রতিরোধ্য ছিল। ওয়াছিম আকরাম, ইমরান খান, ইনজামাম- ওনাদের ব্যাট-বলে পুরো ক্রিকেট বিশ্ব কাঁপত। ভারতের সাথে আগে প্রায়ই জিতত। কিন্তু এখন সবাই দোষ দেয় ওদের পিসিবিকে। খেলোয়াড় নির্বাচনে ভুল করেছে তারা! আর যাই হোক এটা তোমাদের ভুল। আমরা আমাদের কাজটা করেছি। খেলেছি, লড়েছি, জিতেছি।
এরকম বাংলাদেশকে আগে কোনদিন দেখেনি! এরকম আত্নবিশ্বাস নিয়ে খেলা, অথবা প্রতিটি ম্যাচেই কারো না কারো ১০০! ৫০! নাহ! এতোটা আশা করিনি। কিন্তু তোমরা আমাদের আশা থেকেও বড় কিছু করে দেখিয়েছ! প্রথমে ভেবেছিলাম রেকর্ড ভাঙব। তারপর ভাবলাম- নাহ! সিরিজটা জিততেই হবে। এর পর আশা আরো বড় করলে! একেবারে বাংলাওয়াশ! হেটস অফ!
তামিমকে নিয়ে সবার মাথা গরম ছিল। সে রান পাচ্ছে না। তাকে দলে রাখা যাবে না। সে আত্নীয়র জোড়ে খেলছে! নানান কটুক্তি। নানান সমালোচোনা। কঠোর জবাব দেয়নি তামিম? সমালোচোকদের মুখে কুলুপ এঁটে দিয়েছে। এখন সে বাংলাদেশের সবচেয়ে বেশি রান শিকারি। এক সিরিজে বাংলদেশের হয়ে সবচেয়ে সফল ব্যাটসম্যান। বাংলাদেশের সবচেয়ে বড় ইনিংসের মালিক। এর দ্বারা কি প্রমাণিত হয়? - ''ফর্ম খারাপ থাকতে পারে, কিন্তু 'ক্লাস্ִ টা না''। আর সৌম্য আউটস্ট্যান্ডিং। ২০-৩০ করে আউট হলেও বোঝা যাচ্ছিল যেকোনো দিন জ্বলে উঠবে সে। কিন্তু এটোতা? নাহ! আশা করিনি। তুমি করেছ! গর্বে বুক ভরিয়েছ ১৬ কোটি মানুষের।
এখন টি টুয়েন্টির আশায় বসে আছি। স্বপ্ন দেখতেই পারি। বাধাতো নেই। টেস্ট নিয়ে অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি। কিন্তু এবার দেখাবই।
ঐ তো ওরা এগারো জন। দৌড়ে আসছে। হাতে কি ওটা? হ্যাঁ বিজয় নিশান। বাংলাওয়াশের.…