.
.
.
.
.
বাংলাদেশে আর্থ আওয়ারে শনিবার রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা সব ধরনের বৈদ্যুতিক বাতি বন্ধের আহ্বানে খুব একটা সাড়া না পাওয়া গেলেও বিশ্বের অন্য দেশগুলোতে এতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
প্রতিবছরের মত এবারো ৩১ মার্চ রাতে আর্থ আওয়ার উপলক্ষে ১৪৭টি দেশের ৫ হাজার ৪১১ শহরে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়।
এই ঘোষণায় সাড়া দিয়ে একাত্মতা প্রকাশ করে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে মানুষ এক ঘণ্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে দিবসটি পালন করে।
বাংলাদেশে সারা মিলবই বা কি করে???
অন্য দেশের সাথে মিলিয়ে দেখেন তো আমাগো শহরের অবস্থা !!!
আমাদের একঘন্টার কোন বালের আর্থ আওরের দরকার নাই!
কারণ বছরের ৪মাস মানে গ্রীস্ম - বর্ষাকালে আমরা দিনে রাইতে ২৪ ঘণ্টার মধ্যে সব মিলাইয়া ২০ ঘণ্টাই Earth Hour চেলিব্রেট করি !!!
লন ছবি দেখেন-
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৭