ছবির ক্যাপশনে লিখা আছে...
বাংলাদেশ একটি অসাধারন দেশ । আমি আমার দেশে যতটা সম্মান ভালবাসা পায়না তার চেয়ে বেশি বাংলাদেশে পাই । আমার বাংলাদেশের জন্য খুব খারাপ লাগছে । ওরা এভারে এশিয়া কাপ ডিজার্ব করে। আমি আমার ম্যান অফ দা ফাইনাল সাকিব নাসির কে উতসর্গ করছি - শহীদ আফ্রিদী
বাংলাদেশে এতি মধ্যে তাদের শেষ্টত প্রমান করেছে । যদিও আমরা ফাইনালে ভারত কে ছেয়েছিলাম তারপরও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছি । ওরা এখন যে কোন দল হারায় দিতে পারে ।- ইউনুছ খান ।
বাংলাদেশ অসাধারন খেলেছে । আমি এক নতুন বাংলাদেশ কে দেখলাম । ওরা এখন যে কায়কেই হারাতে পারে। ভবিশ্যতে বাংলাদেশ আরো অনেক ভাল ক্রিকেট খেলে অনেক কিছু অর্জন করবে- মিসবাহ উল হক ।
এ ছাড়াও রমিজ রাজা বাংলাদেশ কে বার বার হাইলাইট করছিল । আর পাকিস্তানী ফ্যান পেজ গুলোর অবস্তা আপ্নারা নিজের চোখে দেখছেন ।
এসব কথা যে কতটা মিথ্যা তা জানতে হলে আপনার গোয়েন্দা হওয়ার কোন দরকার নেই। একটু কষ্ট করে খবরের লিঙ্ক চাইবেন তাদের কাছে, তারা আপনাকে ভাদা উপাধী দিয়ে দিবে ফ্রি তে। আমি বাংলাদেশের দালাল হওয়ায় তাদের এই কথা মানতে পারি নি। তাই তারা আমাকে ব্লক করেছে তাদের পেইজ থেকে। কোন সমস্যা নেই, শুধু একটাই কষ্ট আমি তাদেরকে আগে কেন ব্লক করতে পারলাম না!!!!!
এবার আসি সামহোয়ার ইন ব্লগে। গতকাল রাতে লাল দরজা নামের এক ব্লগার বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানি আম জনতার ধারণা কি, তা জানাতে একটা পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন, পাকিস্তানের মানুষ পাকিস্তান আর বাংলাদেশকে আলাদা চোখে দেখে না। নিজের আপন ভাইয়ের মত দেখে আর অনেক আপন ভাবে। তার এই কথার কারণ হলে নিচের এই ভিডিও
Zeo TV report
কিন্তু আসলেই কি পাকিদের মনে আমাদের প্রতি কোন ভালবাসা আছে? আমরা জানতে পারতাম না যদি না কাল বিসিবি পাকিস্তানকে ৫ রান জরিমানার আবেদন করত আইসিসি ও এসিসিতে। এরপরই পাকিদের আসল রুপ প্রকাশ পেয়ে যায়। তারা যে এখন আমাদের কতটা ছোট ভাবে তার প্রমান পাওয়া যায়! Cricket Updates নামের এক পাকিস্তানি পেইজে এই স্ট্যাটাস আসলে কয়েকশত পাকিস্তানী ঝাপিয়ে পরে গালিগালাজের ফুলঝরি নিয়ে। তাদের গালিগুলো শুধু ক্রিকেট নিয়েই নয়, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ নিয়েও তাদের ঘৃনা প্রকাশ পায় ঐ স্ট্যাটাসে। কিন্তু যখন বাঙালিরাও তাদেরকে জবাব দিতে থাকে, তখন তারা ওই স্ট্যাটাস মুছে দেয় ফেসবুক থেকে, কিন্তু অনেক খারাপ লাগছিল কোন স্ক্রীনশট নিতে পারিনি দেখে, কিন্তু আজ ফেসবুকে তাদের নতুন একটা পেইজে একই ধরনের জিনিস দেখতে পাই। তাদের গালিগালাজের একটা নমুনা দেখেন এই ছবিতে...
ছবিটা 'অপ্রকাশিত' নামের এক পেইজ থেকে নেয়া। পাকিস্তানিদের এখনো যারা ধর্মের ভাই ভাবেন তারা একটু কষ্ট করে এই স্ক্রিনশটের লেখাগুলা পড়েন। ফাইনালে মাহমুদউল্লাহ রিয়াদকে ইচ্ছেকৃতভাবে আটকে দিয়েছিলেন পাকিস্তানের পেস বোলার আইজাজ চিমা এইজন্য ICC এর কাছে ৫রান পেনল্টি চেয়ে যে আপিল করেছে BCCB. সেই নিউজ পাকিস্তানের পেজে ছাপার পর ঐ পোস্টে পাকিস্তানীদের কমেন্টের কিছু অংশ। এতে কেউ বলছেন, "বাংগালী গাদ্দারের জাত,১৯৭১ গাদ্দারি করেছে, এইবারো পাকিস্তান টুরে রাজি হয়ে এখন যেতে চাচ্ছেনা যা গাদ্দারি বটে";আরেকজন সাকিবকে ব্যাংগ করে বলছে, "নাম্বার ওয়ান, মাই ফুট"...আরো অনেক কথাই আছে। তারপরও ফাকিস্তানীরা আমাদের ভাই। ধর্মের দুধে এত মজারে ভাই?? লাত্থি মারলেও পা চাটতে হয়??
এখন দেখে পাকিস্তানিরা আমাদের কতই না আপন! আর আরো যদি জানতে চান, কিংবা নিজ চোখে গালি দেখতে চান তাহলে ঘুরে আসুন তাদের এই পেইজ থেকে> Pakistan Cricket
আর কথা বাড়ালাম না। আপনি নিজে যদি বুঝতে না চান, তাহলে আমার এই পোস্ট কেন,আরও হাজারটা পোস্ট পড়লেও আপনার মনোভাব পরিবর্তন হবে না। সারাজীবনই মানসিক বৈকল্যতে ভুগবেন, আর তাদেরকেই ভাই মনে করবেন, যারা সুযোগ পেলে আপনার মাকে এখনো ধর্ষন করতে ছাড়ে না। ধন্যবাদ।
পাকিস্তানি পেইজ থেকে পাওয়া...
এই বিষয়ে আমার আরেকটি লিখা...
এটা কি পাকিস্তান টিমকে নিয়ে ছাগুদের নতুন কৌশল !!!
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৭