"এশিয়া কাপ জিতে কি ভুল করলাম?" - পাকিস্তান দলের অধিনায়ক পাকিস্তানে ফিরে জিও নিউজ কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,"পাকিস্তান কাপ জিতেছে ঠিকই,কিন্তু বাংলাদেশ সবার হৃদয় জিতে নিয়েছে।ওরাই সবার চোখে আসল চ্যাম্পিয়ন।আমার মনে হয় না ক্রিকেটের ইতিহাসে কোনো দল হারার পরেও এতো জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।"তিনি এও বলেন "বাংলাদেশের প্রতি সবার এতো ভালবাসা দেখে কাপ জিতে নিজেদের অপরাধী মনে হচ্ছে"।"খেলায় জয় পরাজয় থাকেই,তবে সবাই জেতার জন্যই খেলে।দুর্ভাগ্যজনক ভাবে গতকাল বাংলাদেশের দিন ছিল না,ওরা ক্রিকেট কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে,এ মুহুর্তে নিজেকে বাংলাদেশ দলের অংশ ভাবতে ইচ্ছা করছে।"
কথাগুলো শুনার পর আশ্চর্য না হয়ে পারলাম না!এমন একটা খবর,আর বাংলাদেশের কোন পেপারে আসল না!!! তাই পুরাটাই মিথ্যা মনে হল! এডমিনকে লিঙ্ক দিতে বললাম, এডমিন বলল, এটা নাকি টিভিতে বলেছে! যাইহোক, উনার কথা বিশ্বাস না করে, জিও নিউজের ওয়েবসাইটে গেলাম! সেখানে গিয়ে অনেক খুঁজেও এমন কোন নিউজ পেলাম না! এশিয়া কাপ সম্পর্কে তাদের যে মোট তিনটা নিউজ আছে! তা হচ্ছে-
Pakistan snatch Asia Cup in sensational final
Pakistan hails 'wonderful' Asia Cup crown
Tiger-hunters return home with Asia Cup
প্রথম কথা হল, পাকিস্তান দলের একজন অধিনায়ক কি কখনো একথা বলবে যে, "বাংলাদেশের প্রতি সবার এতো ভালবাসা দেখে কাপ জিতে নিজেদের অপরাধী মনে হচ্ছে"।
যেখানে পাকিস্তান প্রায় হেরেই যাচ্ছিল, সেখান থেকে কোন রকমে ম্যাচ জিতে গেল, কই তাদের সতির্থদের বাহবা দিবে, তা না করে সে কি এই কথা বলবে=''এ মুহুর্তে নিজেকে বাংলাদেশ দলের অংশ ভাবতে ইচ্ছা করছে।"
এত কষ্ট করে আমাদের দল এত সম্মান অর্জন করল,তার প্রশংসা না করে কিছু কিছু কুলাঙ্গার এখন আমাদের মনে পাকিস্তান প্রীতি ঢুকিয়ে দিতে চাচ্ছে! তারা বুঝতে পারছে, এই ফাইনাল দিয়ে পাকিস্তান দল বাঙ্গালিদের মনে একটা ক্ষত করে দিয়ে গেছে, একটা বিদ্বেষ তৈরি হয়েছে আমাদের মনে পাকিস্তানের প্রতি। তাই ছাগুরা নতুন অপপ্রচার শুরু করেছে, যাতে আমরা নতুন করে পাকিস্তান প্রেমী হয়ে উঠি!!!
সবাইকে আবারো মনে করিয়ে দিতে চাই-
এই ছেলেগুলি কাঁদছে কেন জানেন?
-যা ভাবছেন তা না। ওরা হারতে অভ্যস্ত। এরচেয়ে ভালো খেলেও হেরেছে তারা।
-না। দশ-বিশ হাজার টাকা বোনাস হাতছাড়া হবার জন্যও কাঁদেনি ওরা।
-টুর্নামেন্টের ট্রফিটা না ধরতে পারার জন্যও না। ওরা জানে সামনে আরো অনেক ট্রফি ওদের পায়ে গড়াবে।
ওরা কাঁদছে আমার-আপনার জন্য। একটুর জন্য আমাদের স্বপ্নটার বাস্তবরূপ দিতে পারল না বলে।
ওরা কাঁদছে- যে ছোট শিশুটা খেলা না বুঝেই 'বাংলাদেশ' বলে চিৎকার করছিল তাকে আরেকটু চিৎকার করার উপলক্ষ এনে দিতে না পারার জন্য। আপনি কাঁদছেন পাকিস্তানের কাছে হারার জন্য। আর ওরা কাঁদছে আপনি কাঁদছেন বলে।
ফেসবুক থেকে নেয়া-
আমরা জাতি হিসেবে কতটুকু হীনমন্যতায় ভুগছি তা আজ প্রকাশ হলো। গতকাল পর্যন্ত পুরো ফেসবুক হোম পেইজ ছিল বাংলাদেশী খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ, মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশী খেলোয়ড়াদের ছবি পালটে সেখানে স্থান করে নিয়েছে পাকিস্তানী খেলোয়াড়দের ছবি, নিজ দেশের ক্রিকেটাররা রক্ত দিয়ে সংগ্রাম করে ছিনিয়ে এনেছে গৌরব,কিন্তু আমরা তাদের প্রশংসা ছেড়ে এখন নাচছি পাকিস্তানীরা কে কি বলেছেন তার বিশ্লেষণে।
আগেই বলেছি বাঘের মত লড়ে মন জিতেছি বিবিসি,সিএনএন,ব্রায়ান লারাসহ পুরো বিশ্বের, এখানে আমাদের যোগ্যতা প্রমাণের জন্য পাকিস্তানী পেইজ বা পাকিস্তানী খেলোয়ড়াদের সার্টিফিকেট লাগে না। এই ধরনের প্রশংসা ভারত-পাকিস্তান খেলার সময়ও তারা একে অপরকে করে থাকে,প্রতিপক্ষ ভাল খেললে ক্রিকেটসহ যেকোনো খেলায় তা করা হয়, ব্যতিক্রমী কিছু নয় এটি। কিন্তু আমার ফেসবুক হোম পেইজ দেখে মনে হচ্ছে বাংলাদেশের প্রশংসা করে পাকিস্তানীরা যেন বিশ্বের ইতিহাসে আচার-ব্যবহারের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দেবতাতুল্য হিসেবে প্রকাশ করা হচ্ছে তাদের। গতকাল সকাল পর্যন্ত ছিল বাংলাদেশী খেলোয়ারদের বন্দনা, একদিনেই ভোল পালটে বাংলাদেশী খেলোয়াড়দের ছবি পরিবর্তন হয়ে হোম পেইজ ভর্তি হ্যেছে পাকিস্তানী খেলোয়াড়দের ছবিতে। অদ্ভুত।
আমাদের মানসিক দৈন্যতা এত নীচে নেমেছে কবে? ভাই-ভাই যুক্তিতে তারা আমাদের প্রশংসা করছে এটা কি আমরা বুঝছিনা এবং আমাদের মাঝে লুকিয়ে থাকা অনেক পাকীপ্রেমিক এই ব্যাপারগুলোকে পাকিস্তানীদের প্রতি সহমর্মিতা কুড়িয়ে আনতে ব্যবহার করছে তা অন্তত আমাদের বোঝা উচিত। গত দুইদিন আগেই তো বিকৃত মনস্ক পাকিস্তানীপ্রেমীদের সোনার বাংলা ব্লগে একজন লিখেছিলো দুই ভাইকে ষড়যন্ত্র করে আলাদা করে হয়েছে,আগে দুই ভাই কত ভাল ছিল। ভীতিকর ব্যাপার হল প্রতিবাদের পরিবর্তে তার সেই লেখায় ছিল আরো বিকৃত মনষ্ক পাকিস্তান প্রেমীকদের প্রশংসার ফুলঝুঁড়ি।
হে ফেসবুক জেনারেশান কবে তোমরা বুঝবে তোমরা পরিণত হচ্ছো প্রোপাগাণ্ডা ওয়ারের শিকার? তোমরা কি দেখনো সারা দেশের পত্রিকায় দেখোনি তোমাদের অনলাইনে মিথ্যা গেলানোর জন্য ত্রিশজন বেতনভুক্ত আইটি বিশেষজ্ঞের নিয়োগ দিয়েছে একাত্তরের নরপশুরা? আড়াইশো কোটি টাকার দৌঁড় কতদূর জেতে পারে এই ব্যাপারে কি তোমাদের কোনো ধারনা নেই?
Be careful guys, its a dirty cyber space that we live in. Don't believe what you see, believe what you see with reliable source and facts. Always ask question "What's the source?" সব সময় প্রশ্ন করুন,"সূত্র কি?" অনলাইন গুজব বা প্রোপাগান্ডা ছড়ানোর একটি উন্নত মাধ্যম। তাই এখানে যাই দেখবেন তা বিশ্বাস করার অবকাশ নেই। প্রশ্ন করুন সূত্র কি? তারপর দেখুন,যাচাই,করুন,নিজের বিচার-বুদ্ধি প্রয়োগ করুন এবং সূত্র যথাযথ কিনা তা খেয়াল করুন। নাচেৎ আপনি নিজের অজান্তেই পরিণত হচ্ছেন কারো না কারো দাবার ঘুঁটিতে। ধন্যবাদ।
পরের পোস্টঃ
আবারও পাকিস্তান ক্রিকেট টিম ! আবারও অপপ্রচার!!! দোষ তো কিছু বেজন্মা বাংলাদেশিদেরই....
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৪৩