অন্ধের দৌরাত্ম্য
সাইয়িদ রফিকুল হক
আগে দেখতাম অন্ধজনেরা চলতো লাঠিভর দিয়ে,
তাঁদের প্রয়োজন হতো একটা লাঠির কিংবা মানুষের।
এখন দেখি নতুন জাতের অন্ধগুলো বুকফুলিয়ে দৌড়ায়!
এরা মানছে না উঁচু-নিচু, অসমতল, মসৃণ কিংবা অমসৃণ পথ!
ধনসম্পদের ঝনঝনানিতে সকল রাস্তা এখন কুর্ণিশ করে এদের!
এই সমাজে এদের এখন আর কোনো লাঠির প্রয়োজন হয় না।
কুবেরের ধন হাতে পেয়ে এরা নিজেরাই একেকটা বিরাট লাঠি!
অন্ধগুলো হানা দিচ্ছে আমাদের চিন্তা-বিবেক আর মননের দুর্গে,
নতুন-পুরাতন সকল শকুনের হৃদয়ে চাষ হচ্ছে শিল্পকলা-কাব্য!
হায়েনাগুলোর নখরাঘাতে উৎপাদিত হচ্ছে সুকুমারশিল্প-সাহিত্য!
পাশবিকতার উদ্দাম জন্তুগুলো উপহার দিচ্ছে নগ্নশিল্পের স্তূপ!
এই অন্ধগুলো আরও বেশি অন্ধ হচ্ছে—আরও বেশি লাফাচ্ছে!
চিরায়ত অন্ধের দৌরাত্ম্যে চক্ষুষ্মানেরা আজ পালাচ্ছে শহর ছেড়ে!
মানুষের লোকালয়ে চিরঅন্ধগুলো আজ গড়তে যাচ্ছে স্থায়ী আবাস।
সাইয়িদ রফিকুল হক
২৮/১১/২০১৯
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬