জীবনে রোদ চাই
সাইয়িদ রফিকুল হক
জীবনের রোদ্দুর
ঢাকা পড়ে গেছে অচেনা মেঘে,
আবার কবে সূর্য উঠবে এই অভাগার জীবনে?
মেঘের বেড়া যেন জীবনজুড়ে!
হাসিটুকু কেড়ে নিয়েছে ঘনকালো মেঘ,
মাথার উপরে দুলছে শুধু অবিশ্বাসের ছায়া।
জীবনের আলো
নিভে যাচ্ছে কুটিল মেঘের সর্বগ্রাসী চেহারায়,
যে রোদটুকু জমেছিল বড় ভালোবাসায়
তাও আজ কেড়ে নিচ্ছে অচেনা মেঘের দল!
ভালোবাসার ঝোলাটা দেখি শূন্য পড়ে আছে,
সেখানে এখন গাঢ় অন্ধকারের ভয়ংকর উলঙ্গ নৃত্য।
জীবনের রোদ্দুর
আবার কবে উঠবে এই বাধার পাহাড় পেরিয়ে?
আবার কবে দেখবো আলো ঝলমলে সেই সকাল?
আবার কবে দেখবো শিউলিঝরা সোনালি প্রভাত?
আবার কবে বয়ে আনবে নতুন সূর্য জীবনের রোদ্দুর?
একটু বাঁচার জন্য এই জীবনে আজ শুধু রোদ চাই।
সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০১৮
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫