শিক্ষক তুমি
সাইয়িদ রফিকুল হক
শিক্ষক তুমি বুকে তোমার আছে নাকি ভালোবাসার বল?
নাকি এখন সবখানে আজ শুধু তোমার স্বার্থনেশার ছল!
মুখে শুনি মানুষগড়ার কতরকম স্বপ্নভরা মধুমাখা বুলি,
দেখি শুধু প্রাইভেট-কোচিং যখন তোমার বুকটা খুলি!
অংক-ইংলিশ শিক্ষক তুমি সারাটা দিন কষো হিসাব,
লাভের অংক কষে-কষে তোমার এখন ব্যবসায়ীর স্বভাব।
বিজ্ঞান নাকি পড়া হয় না প্রাইভেট-কোচিং ক্লাস ছাড়া!
টাকার লোভে তোমরা দেখি জাতিকে আজ করবে সর্বহারা!
এদের মাঝেও যাঁরা আছেন মহান শিক্ষক তারা আজকে চুপ,
প্রাইভেট-কোচিং দিনে-দিনে খুঁড়ছে জাতির মৃত্যুকূপ!
তবুও কি নাই দেখার কেউ আজ আমাদেরই বাংলাদেশে?
শিক্ষক-নামের ভণ্ডগুলো হাসবে কত এই বিজয়ীর বেশে?
শিক্ষক তুমি কোথায় তোমার সেইসব মহৎ জীবনাদর্শ?
কত গাধা মানুষ হলো দিনে-দিনে পেয়ে শুধু তোমার স্পর্শ!
এখন তুমি টাকা ছাড়া বলো নাকো একটু কথা হেসে কারও সঙ্গে,
জাতির বুকে ছুরিকাঘাত করে তোমরা মেতেছো আজ কসাই-রঙ্গে।
সবখানে আজ দেখি শুধু শিক্ষক-নামের কতরকম অর্থলোভী মুখ,
তোমাদেরই রঙ্গ দেখে দিনে-দিনে যাচ্ছে ভেঙে মহান জাতির বুক।
এই দেশটাতো স্বাধীন হলো লুঙ্গি-গামছা পরিহিত বীর-বাঙালির রক্তে,
আজকে তোমরা শিক্ষক-নামে অর্থলোভে ডুবে আছো সকল অক্তে!
শিক্ষক তুমি আবার কবে শিক্ষক হবে সেই মানবিক শিক্ষকদের মতো,
ভয়ে নয়কো খুব ভক্তিতে ভালোবেসে সবাই হবে তোমার কাছে নত।
আজকে সবাই জাতির বুকে চাই যে এমন মহান গুণের মহাশিক্ষক,
জাতির প্রেমে সিক্ত হয়ে যাঁরা হবেন মহান জাতির চিরকালীন বীক্ষক।
সাইয়িদ রফিকুল হক
০৬/১২/২০১৮
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭