গণতন্ত্র মানে কী?
সাইয়িদ রফিকুল হক
গণতন্ত্র আছে বলেই দিচ্ছো তুমি গালি,
সন্ত্রাসীদের কথা শুনে আবার দিচ্ছো তালি!
যখন-তখন নিজের মতো ভাবছো তুমি দেশে,
অপরাধী হয়েও তুমি চলছো বীরের বেশে!
মিটিং-মিছিল করার নামে দিচ্ছো আগুন ঘরে,
আবার তুমি বলছো হেসে, ‘করছে এসব পরে!’
গণতন্ত্র আছে বলেই তুমি এখন নেতা,
নষ্টজাতের আবার কিছু আছে তোমার ক্রেতা!
মিথ্যা বলার সুযোগ কত! বলছো দিনে-রাতে,
আরও কত মিথ্যা বলার এজেন্ডা যে হাতে!
তবুও বলো, ‘গণতন্ত্র নাই যে এখন দেশে!’
নতুন কিছু আনবে বুঝি তোমরা পাপীর বেশে?
মনের সুখে মিথ্যা বলে দিচ্ছো বিবেক তালা,
মিটে নাতো তবুও দেখি তোমার মনের জ্বালা!
এত বেশি অধিকারেও মনটা তোমার ভগ্ন,
আগুনখেলায় হবে নাকি আবার তুমি মগ্ন?
গণতন্ত্রের সুযোগ নিয়ে দেশকে দিচ্ছো গালি!
হিংসাভরা পেটে তোমার মনটা ভীষণ খালি!
গণতন্ত্র আছে বলেই তোমরা এখন রাজা,
তোমার বিরাট অধিকারে হচ্ছে মানুষ ভাজা!
নিজের স্বার্থে রাজাকারকে বলছো ডেকে ভাই,
তোমার এমন অধিকারে বিধিনিষেধ নাই!
এত সুযোগ পাওয়ার পরও গণতন্ত্র খোঁজো!
গণতন্ত্র মানেটা কী? আসলে তার মানে বোঝো?
গণতন্ত্র আছে বলেই কথা বলার সুযোগ,
আরও কত সুবিধা যে করছো তুমি ভোগ!
মিথ্যাকথার প্রলেপ দিয়ে দিচ্ছো দেশে ঝাঁটা,
গণতন্ত্র মানে কি ভাই উলঙ্গ হয়ে হাঁটা?
সাইয়িদ রফিকুল হক
২১/১১/২০১৮
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪