রূপকুমারী লজ্জাবতী
সাইয়িদ রফিকুল হক
লাজ-রাঙা ওই মুখটি তোমার দেখতে কী যে ভীষণ ভালো,
তাই মনে হয় পাহাড় গলে ঝরছে চাঁদের মধুর আলো!
ফুল কি এমন দেখতে ভালো! তার কী আছে এমন শোভা?
এই জীবনে দেখছি তোমায়, তুমি বন্ধু চিরমধুর মনোলোভা।
রূপকুমারী রূপের রাণী লজ্জা তোমার মনের ভূষণ নুর,
তোমার বুকে ঝরছে সদাই কত রঙিন মনভোলানো সুর!
প্রজাপতির পাখনাগুলো ভীষণরকম তুচ্ছ শুধু তোমার কাছে,
এই জগতে তোমার মতো রূপকুমারী আর কি কোথাও আছে?
তোমার বুকের স্বপ্নগুলো আলতো করে দাও না একটু ছেড়ে,
আমি না-হয় মনের ভুলে একটুখানি দেখবো সেসব নেড়েচেড়ে!
তোমার মনে স্বপ্ন আছে, আরও কত স্বপ্ন দোলে আমার ছোট্ট বুকে,
ভালোবাসার একটা কথা কবে যেন মনময়ূরী ফুটবে তোমার মুখে!
মনের কথা আর কতকাল রাখবে তুমি এমনভাবে গোপন করে?
তারচে এসো ভালোবেসে স্বপ্নসুখে দিবস গড়ি সারাজীবন ধরে।
আকাশভরা জোছনা কত! প্রেম যে ঝরে রাতের আঁধার ঠেলে,
তোমার মতো রূপকুমারী আর পাবো না মনের ডানা মেলে।
তুমি বন্ধু একটু হাসো একটু তাকাও জোছনাভরা চিরসবুজ চোখে,
ভালোবাসা চাই যে শুধু, আর যা বলুক এই সমাজের লোকে।
মনের কথা ফুল হয়ে তাই ঝরুক তোমার স্বপ্নমাখা চিরসবুজ মুখে,
ভালোবাসার রূপসাগরে দুজন মিলে হাসিমুখে থাকবো ভেসে চিরসুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৫/২০১৮
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮