কোনো-কোনো ব্লগার ব্লগ-পোস্টে আজেবাজে কমেন্ট করছেন! এগুলো কি আসল না নকল?
সাইয়িদ রফিকুল হক
যেকোনো লেখকের বা ব্লগারের লেখার সমালোচনা হবে—এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কোনো স্বনামধন্য ব্লগার কারও-কারও পোস্টে খুব আজেবাজে কমেন্ট করছেন! এগুলো কি তাদের কমেন্ট নাকি অন্য কারও করা? কারণ, এই কমেন্টগুলো দেখলেই মনে হয়: এগুলো কোনো সুস্থ-স্বাভাবিক লোকের নয়। আমার কয়েকটি পোস্টেও সম্প্রতি এই ধরনের নোংরা-কমেন্টস লক্ষ্য করেছি। তাই, অনন্যোপায় হয়ে এই পোস্টটি তৈরি করেছি।
কয়েকজন স্বনামধন্য ব্লগার আমার ব্লগে আজেবাজে ভাষায় একাধিকবার কমেন্ট করেছেন। আমি এগুলো দেখার পরপরই সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষের কাছে ‘আপত্তিজনক’ বাটনে ক্লিক করে সঙ্গে-সঙ্গে তাদের কমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমি এইজাতীয় আজেবাজে-কমেন্ট মুছে দেইনি। কারণ, এগুলো ব্লগ-কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনতে চেয়েছি। এইসব আজেবাজে-কমেন্ট তাঁদের (কর্তৃপক্ষের) দেখার প্রয়োজন আছে বলে মনে করছি। কোনো ব্লগারের ভাষা এতো নোংরা হতে পারে—তা এই কমেন্টগুলো না দেখলে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবেন না। আসলে, তা-ই হয়েছে। আর যাদের নাম-ব্যবহার করে এইসব আজেবাজে-কমেন্ট করা হয়েছে, এবং এখনও হচ্ছে, তাঁরা ব্লগে রীতিমতো সেলিব্রেটি! আমি তাদের সমীহ করি। কিন্তু তাদের নামে—মানে, তাদের নাম ব্যবহারপূর্বক আমার ব্লগে যে-ধরনের অশোভন-কমেন্ট করা হয়েছে, তাতে আমি যারপরনাই বিস্মিত ও হতবাক!
আসলে, এই ধরনের আজেবাজে কমেন্টস কার? আর কারাই বা কেন এমনটি করছে? আশা করি সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন। আর এদের ভাষা এতো অসংযত কেন? এরা কারা? আর কেনই-বা তাদের এতো আক্রোশ?
ব্লগে সকলেরই মানুষের ভাষা ব্যবহার করা অপরিহার্য। আমরা মানুষ। আমাদের ভুলত্রুটি হতে পারে। তাই বলে এতো নোংরা-ভাষায় আক্রমণ করতে হবে? ব্লগে কমেন্ট বা সমালোচনার ভাষা শিখতে হবে। আর সবাইকে মানুষ ভাবতে হবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৫/২০১৬
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪১