আজকাল পাওয়াটা রীতিমত সৌভাগ্য
একটু ভেজালমুক্ত খাবার;
দুর্নীতির বিস্তৃতি, এতটাই গেছে বেড়ে
প্রাণের চেয়ে মূল্য টাকার।
সবার প্রিয় মৌসুমি ফল পাকানো হয়
রাসায়নিক কার্বাইড দিয়ে;
আম, জাম, কাঁঠাল, যা বাজারে দেখি
রং দেখে কিনি পাগল হয়ে।
পেয়ারা বা জামে মেশানো ফরমালিন
কত যে সাংঘাতিক ক্ষতিকর;
অসাধু ব্যবসায়ীর এতই লালসা লোভ
একদিনে ধনী হতে তৎপর।
মা বাবা, ভাই বোন ছেলে মেয়ে বুড়ো
আছে তো তোমাদেরও ঘরে;
প্রতিটা জীবনই মূল্যবান সবচে’ দামী
পাগলও তা, উপলব্ধি করে।
আমরা প্রাণী সর্বশ্রেষ্ঠ একটুও ভাবি না
একটি জীবনের কত দাম;
সৃষ্টি করে দেখাও তবে একটি সে প্রাণ
বিনিময়ে নাও এই ধরাধাম।
July 9, 2020
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৯