গত এক দশকে দুর্নীতি ও খোশামুদের গল্প রচনায় বাংলাদেশ ব্যাংকসহ দেশীয় ১৪টি ব্যাংক থেকে জনগণের ২২ হাজার ৫০২ কোটি টাকা খোয়া গেছে বলে দাবী করেছিল সিপিডি। দুর্ভাগ্য যে, মাজার ভক্ত একজন দেশিয় সাচ্চা প্রেমিক তাদের সেই দাবীকে 'জাস্ট রাবিশ' বলে উড়িয়ে দিয়েছেন।
গত ০৮ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে গেলো এক দশকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে, এমন দাবি করা হয় সিডিপির গবেষণা রিপোর্টে।
'কারো অস্বীকারে প্রসঙ্গ ভুয়া হয়ে যায় না।' এই কথার বাস্তব সত্যতা সেই ভক্তের অজানা ছিল না। কিন্তু উনি ভুলে গেছিলেন যে, বাঙালির সাথে তাদের স্মৃতিশক্তি খুব বেশি বিশ্বাসঘাতকতা করে আর বাঙালিরাও স্মৃতিশিক্তিকে একাজে সহায়তা করে। যার দরুন, বাঙালি এসকল ত্যাগ ভুলে যেতে মোটেও সময় নেয় না! যার প্রমাণ দিতে তারা বারবার নিজেদের শ্রেষ্ঠত্ব বিলিয়ে দিয়েছে। এবার তারা প্রমাণ দিবে আগামী ৩০ তারিখে।
ছবিঃ জামাত শিবিরের নতুন মুখোশ
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬