আমাদের আমেরিকান গণতন্ত্র সম্পর্কে অনেকেই সুন্দর সুন্দর গুণগান গেয়ে থাকেন। এই গুণগান গাওয়ার মধ্যে বাঙালি, ইন্ডিয়ান ও আরবেরা সবচেয়ে বেশি এগিয়ে। অথচ এ লাল ও কৃষ্ণাঙ্গের দেশে গণতন্ত্রের নাম করে খুবই চতুরতার সাথে জনমনকে নিয়ন্ত্রণ করা হয়। এই জনমনকে নিয়ন্ত্রণ করতে আমেরিকান সরকার প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে। এটা যে শুধু ট্রাম্পই করে যাচ্ছেন তা না, বরং আমেরিকান সরকার ব্যবস্থায় যে দলই এসেছে তাকেই এটা করতে হয়েছে; তাদের বিশ্বাস, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এটা করতেই হবে ।
আমেরিকান সরকার কখনো তাদের জনগণকে সঙ্ঘবদ্ধ হতে দেয় না। 'জনগণকে সঙ্ঘবদ্ধ হতে দেয়া মানে গণগন্ত্রের জন্য হুমকি নিয়ে আসা'; এমনটাই এদের গণতন্ত্রের বিশ্বাস। কিন্তু মজার বিষয় হচ্ছে, এরা আবার জনগণকে এক হওয়ার জন্য অনুরোধ করে এবং নামকা ওয়াস্তে সংঘবদ্ধতার প্রশংসা করে; বিশ্বকে নিজেদের নিষ্পাপত্ব দেখায়। আর বিশ্ববাসী তাই দেখে যা আমেরিকান সরকার মহল তাদেরকে দেখতে দেয়। এটা দেখে বিশ্ববাসী আমেরিকান গণতন্ত্রের জন্য উন্মাদ হয়ে পড়ে। আমেরিকানরা গণতন্ত্রের নাম দিয়ে জনমনকে যেভাবে নিয়ন্ত্রণ করছে গণতন্ত্র কখনো এমনটা করার অধিকার তাদেরকে দেয়নি। বিংশ শতাব্দিতে আমেরিকান সরকার ব্যবস্থায় যতগুলো দল এসেছিল সবগুলোই তাদের জনমনকে তাদের সকল কুকাজের প্রতি সম্মত করে বিশ্বে সংঘাত লাগিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে, সেই ধারাবাহিকতা এখনো রয়েগেছে।
বিংশ শতাব্দীতে আমেরিকা যতগুলো যুদ্ধ সংঘটিত করেছিল সেখানে তাদের দাবী ছিল, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও অবৈধ ভূমি দখলদারিদের উচ্ছেদ। এখনো সেটা চলছে, আর সেটার জন্য যে জনমতের প্রয়োজন সেটাও তারা ধারাবাহিকভাবে আদায় করে নিচ্ছে। বিশ্ববাসী দেখছে অবৈধ ভূমি দখল ও অরাজকতা সৃষ্টিকারীদের আর আমেরিকান জনগণ দেখছে শান্ত-বিশ্ব(!) যে শান্ত-বিশ্ব প্রতিষ্ঠায় তাদের গণতন্ত্রের ভূমিকা আকাশচুম্বী(?)
New York
8-24 pm
11-11-18
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪