'কওমী' গোষ্ঠীকে দেশের কিছু মানুষ সম্মান করতো। কিন্তু এখন এরা নিজেদের সম্মানটুকু বিকিয়ে দিতে বসেছে। আর তাই, বিক্রিত মানুষগুলোকে নিয়ে জনগণ এখন পূর্ণসন্দিহান।
অবৈধভাবে ক্ষমতায় আসা দলকে সমর্থন দেয়ায় 'অপবিত্রতার ক্ষমতা' বুঝতে বাকি নেই জনগণের। পুলিশের পিটুনি খেয়ে রক্তাক্ত হওয়া ও বিপরীতমুখী প্রাপ্তির কৃত্রিম সুখ এক হলে অনুভূতি কেমন হয় জানি না; খুব ইচ্ছে করছে স্বাধীনতার পদক দাবীদারদের কাছে এই অনুভূতির ব্যাখ্যা জানার। মানুষ কিভাবে পারে এমনভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আবারো সেই অপশক্তিকে পবিত্রতার সার্টিফিকেট দিতে। আসলে, আজকাল পবিত্রতার সার্ফিকেটেও যথেষ্ট অপবিত্রতা বাস করে।
অনেকদিন হল ব্লগে আসতে পারি না, শুধু দূর থেকে দেখে যেতাম। কিন্তু এ সম্পর্কিত নিউজটি যখন শুনলাম তখন আর কিছু না বলে পারলাম না।
শুনলাম, ফরিদ উদ্দিন মাসউদ নামের আলেম নাকি আহমদ শফির জন্য "স্বাধীনতা পদক" চেয়ে বসেছেন! এই মানুষটা আসলে কী সেটাও আমি বুঝি না। আমাদের সাথে সে গণজাগরণ মঞ্চে আসলো, আবার মৌলবাদীদের হয়ে এখন কোন যৌক্তিকতার দাড় না ধরে স্বাধীনতা পদক চেয়ে বসলো! কী অদ্ভুত! প্রধানমন্ত্রী এই মানুষটার কারণে এ গোষ্ঠীকে স্বীকৃত দিলেন, এখন কি স্বাধীনতা পদকটাও দিয়ে দিবেন। অবশ্য আওয়ামীলীগের কাছে ক্ষমতাই এর চেয়ে বেশি মূল্যবান।
কিছু মানুষকে যৌতুকের মত দাবী করতে দেখে মাঝেমধ্যে মনে হয় দেশটা তাদের শ্বশুর বাড়ি, আবার সরকার নিজ স্বার্থে সকল সুকাজ/কুকাজকে এক করে যে হারে দাবীদাওয়া মানছে তাতে মনে হয় অবৈধ পুত্রকে বাধ্য করার চেষ্টা করছে।
০৬,১১,১৮
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮