ব্লগার চাঁদগাজী ও শাহাদাত নিরবকে উৎসর্গ করে আজকের পোস্ট।
----------------------------------------------------
তো শুরু করা যাক, "বাংগালী নারী হচ্ছেন, শেখ হাসিনা, বেগম জিয়া, শিরিন আক্তার, রওশন এরশাদ, ড: কামাল হোসেনের মেয়ে, সাজেদা চৌধুরী।
শেখ হাসিনার কাছে নারী হলো, আওয়ামী লীগের নারী নেতারা; বেগম জিয়ারও কয়েকটা বডিবিল্ডার টাইপের মহিলা ছিল, আর ছিল মিলিটারী অফিসারদের বউয়েরা; এটাই নারী উন্নয়ন।
৪০ লাখ নারী কিভাবে গড়ে গার্মেন্টেস ১৬ ঘন্টা কাজ করে, ডলার আনছে; শেখ হাসিনার চোখে এঁরা নারী নন; ১১ লাখ কিশোরী চাকরাণী ও ঝি হয়ে এখন কাজ করছে ঢাকা চট্টগ্রামে, ওরা নারী নন; ২০ হাজারের মত নারী এখন আরব দেশে কাজ করছেন, ওরা নারী নন, ১ লাখের বেশী বাংগালী মেয়ে ভারত, পাকিস্তান, দুবাইতে পতিতা হয়ে আটকা পড়ছেন; ওরা নারী নন; ২/৩ লাখ নারী ঢাকায় কনস্ট্রাকশনে কাজ করেন, ওরা নারী নন।
স্কুলের ৮০ লাখ মেয়ে জাতি থেকে উপবৃত্তি পায়; এদের মাঝে বসুন্ধরা পরিবারের মেয়েরাও আছে; ১১ লাখ কিশোরী চাকরাণী হয়ে কাজ করে, ওরা জাতি থেকে মারধর ব্যতিত কিছু পাচ্ছে না।
গার্মেন্টস'এ ৪০ লাখ লাখ মেয়ে গড়ে ১৬ ঘন্টা কাজ করে, সৌদীতে মেয়ে পাঠানো হয়, কিশোরী মেয়ে অপরের ঘরে চাকরাণীর কাজ করে, শেখ হাসিনা এসব দেখেও বুঝে না; উনার ভাবনাশক্তি খুবই সীমিত।"
আমার (নারী উন্নয়নে আমাদের প্রাপ্তি!) পোস্টে চাঁদগাজী ভাই উপরের বোল্ডকৃত কথাগুলো মন্তব্যের ঘরে প্রকাশ করেন। উনার এ মূল্যবান কথাগুলো যে পুরো একটা পোস্ট হয়ে যেতে পারে সেটা আমার মাথায় আসেনি। ঐ পোস্টেই শাহাদাত নিরব আবেদনের সুরে মন্তব্য করেন: "ইস চাঁদগাজী ভাইয়ের এই কমেন্ট গুলো যদি কোনো একদিন এই ছবির সাথে প্রথম পাতায় দেখতে পেতাম (প্রিয় ভাই)"
নিরব ভাইয়ের ডাকে আমার নিরবতা ভাঙে। তাই মন্তব্যে প্রকাশিত জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিতেই আজকের এই পোস্ট ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫