অনেকদিন আগে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, যেখানে ভিলেনরা সবাই মিলে নারী পাচারের ব্যবসা করত, তারা তাদের ব্যবসায় তরুণীদেরকেই বেশি প্রধান্য দিত। অনেক আগের দেখাতো তাই নাম মনে নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এর খরিদদাররা এসে যাচাই করে কিনে নিয়ে যেত। কেনার সময় নারীদের উপর চলত অমানবিক নির্যাতনের এক দৃশ্য । যেন গ্রিসের দাস-দাসী বিক্রির হাটও এখানে হার মানায়। আর এখান থেকেই শুরু এই নারীদের জীবন ....
"নারী পাচারে আশুলিয়া যুব মহিলা লীগের সভাপতি আটক
আশুলিয়ায় নারী পাচারের অভিযোগে যুব মহিলা লীগের আশুলিয়া ইউপি সভাপতি আসমা বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার আউকপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের অভিযোগও রয়েছে।" সুত্র :দৈনিক যুগান্তর
প্রত্যেক সরকারের সময়ে এভাবেই গোডাউন ভর্তি অপকর্মগুলো লিক হয়ে বেরিয়ে আসে জনগণের সামনে। কিন্তু তারপরও এক দল মানুষ শান্তিশৃঙ্খলার আশায় এদের পিছু দৌড়ায়। আজ বাংলাদেশের অবস্থা এইরকম হয়েছে যে, যদি একজন সমাজসেবক ও শিক্ষিত ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় আর তার বিরুদ্ধে একজন সন্ত্রাসী দাঁড়ায় তাহলে দেখা যায়, অধিকাংশ লোকই সন্ত্রাসী লোকটাকে সমর্থন করে। আপনি আমার কথা না মানলেও চলবে। একটু কষ্ট করে বাংলাদেশের শহর থেকে নিয়ে গ্রামাঞ্চল পর্যন্ত খোঁজে দেখুন। দেখবেন, প্রত্যেকটি এলাকার খারাপ লোকই এলাকাকে লীড দিচ্ছে। আপনি হয়ত লজ্জায় আপনার এলাকার সুনাম বৈ বিপরীত কিছু শিকার করবেন না কিন্তু আপনার সমাজকর্তা লীডারের অভ্যন্তরীণ অবস্থার একটু খোঁজ নিলেই দেখবেন আপনি আর আপনি নাই।
এই যদি হয় আমাদের বাস্তব অবস্থা, তাহলে স্বপ্নের বাংলা দিয়ে আমরা কী করবো! এই ধরণের খারাপ লোকরা যখন সমাজকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, তখন আমরা কীভাবে নিজেদেরকে নিরাপদ ভাববো? কোথায় শান্তি পাবো!
জনগণ কেন যে এইসব মানুষদের নির্বাচিত করে আমি আজও তা উদ্ধার করতে পারলাম না। মাঝেমাঝে ভাবি, এটাই কি ব্রেইন এটাক! কিন্তু না এটা ব্রেইন এটাকের খেলাও না। হয়ত আসল খেলা অন্য কোথাও লুকিয়ে আছে।
আজ যখন অফিসে বসে উপরের খবরটা পড়লাম তখন নারী পাচারের সেই ফিল্মের কথা মনে হয়ে গেলো। বাস্তব্য কথা বলতে, পাচারকারীদের এই বিরাট গ্যাংগুলো সবসময় সরকারের পূর্ণ সহায়তা পেয়ে আসছে। যেমন বিএনপির সময়ে তেমনি আওয়ামীলীগের সময়েও। মাঝেমধ্যে এই ধরপাকড় দ্বারা জনগণের চোখেধুলা দেয়া ছাড়া কিছুই না। বাহবা অর্জনের উদ্দেশ্য ছাড়া কিছুই না!
উৎসর্গ : ব্লগার চাদগাজী ভাইকে
ছবিতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলকে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮