অপেক্ষায় আছি
একটি চেনা ফোন কলের জন্য, বৃষ্টিতে ভেজা
ক্লান্ত ঝিমানো পাখির মত
উঠানে থাকা হাসনা হেনার ঘ্রান আসে প্রতিদিনকার
মত,এখনো
বিষণ্ণতায় হাতরে বেড়াই প্রিয় রিসিভারে !
শরীরে চুমো খায় হাতপাখার হাওয়া
গম্ভীর রাত কাটে পায়চারি করে,
কান পেতে রই
শুনবো বলে তেজী মোরকের ডাক !
খোলা জানালায় চাঁদের আলো এসে ঝাঁপিয়ে
পরে
লাইনচূত ট্রেনের বগির মতো ,
প্রিয় চেয়ারে ঘুমানো অভ্যাসের বসে
নক্ষত্রের কানে কবিতা শুনিয়ে ,
সপ্ন কে ছুঁয়ে উড়ে যায় ফরিং আর অসংখ্য
জোনাকি
চেনা ফোনের জন্য.......।।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮