সত্বাগুলোন অস্তিত্বের হুমকি হয়ে গেছে!
ওরা লাগামহীন, সংঘাত করতে শিখেছে ।
লড়াইয়ে একটি আর একটিকে পিছে ফেলে,
প্রকট হয়ে অস্তিত্ব জুড়ে দখল নিতে চায়।
আমি চুপচাপ হয়ে চেয়ে থাকি,
অনুভূতিগুলোন থমকে দাড়ায় ।
একটু একটু করে হারাতে থাকি,
নিজেকে খুঁজে ফেরার তাড়নায়।
আমার আবারো ভালবাসতে ইচ্ছে করে,
চাওয়াটুকুনকে আঁকড়ে ধরে ।
সামনের পথে ছুটে যেতে ইচ্ছে করে,
ফেলে আসা বিশ্বাস পুজি করে।
ঠিক তখনই-
আহত সত্বাগুলোন আমাকে ঘিরে জড়ো হয়...
ব্যাঁথার ছোবল হয়ে মুছে দিতে চায় আগামীর আলোটুকুন।
চাপা কান্নায় গুমড়ে ওঠে অস্তিত্ব ।
নতুন জীবনের আশায় জেগে উঠার স্বপ্নগুলোন অদৃশ্যে মিলিয়ে যায়।
এক মুহূর্ত্বের আলোর ঝিলিক শেষে,
আবারো নামে হাজারো রাতের আঁমাবশ্যা আমার আঙ্গিনায়।
সত্বাগুলোন প্রচন্ড দ্বিদ্ধা-দন্ধে থাকে, তারা চায় প্রকৃত আমায়।
যে আমি হারিয়ে গিয়েছি অনেক আগেই, অন্ধকারময় দুনিয়ায়!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭