সুলতানা রিজু
এখনও
কৃষ্ণচূড়ার ডালে মরেনি আগুন
মরেছে হৃদয়ের ছোট বাতিঘর ।
মেঘেমেঘে ঢেকে থাকে বুকের আকাশ
তবুও সে আগুনে পুড়ে যায় বুকের জমিন।
বৃষ্টি ঝেঁপে আসে পোড়া দুটি চোখে
নোনা জলে নেভেনা বুকের আগুন
কূহূপাখী কেঁদে মরে বন্ধি খাঁচায়
মরমিয়া বাঁশী বাঁজে অবিরত বুকের ভেতর ।
ভালবাসা বিশাল বড় , জীবনটা তত বড় নয়
পাওয়া নাপাওয়ার ব্যথা যত লেখা হয়
এটুকু পাতায়।
স্মৃতিরা একা থাকে একাকী বেলায়
ছোট্ট জীবনখানি থেমে যায় দমকা হাওয়ায়
মনটা হারিয়েছিল, কোন এক দুষ্ট মনের ঘরে
তাই,
মরনের হাতছানি দেখতে পেলোনা সে ।
হারিয়ে ফেলেছে সব, চাওয়া পাওয়ার স্বপ্নগুলো
যাছিল হৃদয়ের পাত্রে ভরা ।
এতকিছু হারালো----
তবুও কৃষ্ণচূড়ার ডালে মরেনি আগুন
জ্বলজ্বলে রোদ মেখে চেয়ে থাকে সারাক্ষণ
পোড়া দুটি চোখ ।
যদি ফিরে আসে বৃষ্টি ভেজা আকাশটা
এখন ।
তারিখ-০৮/৮/২০১৭।........................ রিজু।