সুলতানা রিজু।
শতবর্ষ পরেও ----
পুরোনো বইয়ের ভাঁজে শুকনো গোলাপ
এখনো
বাতাসে গন্ধ বিলায় ।
অজস্র ব্যথার নীরব ক্রন্দন ছুঁয়ে রয়েছে
এখনো --
প্রতিটি পাপড়ি কণায়।
রঙের বাহার মুছে গেছে সব নোনাজলে
ভিজে, বইয়ের পাতায় ।
এখনো --
মর্মর মুহূর্তের আর্তি বিলায় বইয়ের বিবর্ণ
বর্নমালায়
ব্যথার নীলকণ্ঠমণি হৃদয়ের অলিতে গলিতে
লতিয়ে উঠেছে,
নীল ব্যথা নিয়ে।
কেবল কিছু শব্দহীন চিৎকারে আমাকে
আমি হারিয়ে ছিলাম
শতবর্ষ আগে ।
কত কথা কত ব্যথার নিদারুণ নিপীড়ন
ভুলেই ভুলে থেকেছি
হাসির ছলনায়।
আমার হৃদয়ের উঠোনে, যে চারাটি পুঁতেছি
শতবর্ষ আগে,
আজই ফুটেছে ফুল সহস্র ধারায় তোমার
নিঃশব্দ নিভৃত আনাগোনায় ।
তাই ,
ঝেড়ে মুছে পুরোনো তুলিতে নতুনের
রঙ মেখে
কিছু স্বপ্ন এঁকেছি চোখের
পাতায় ।
হারাতে দিওনা তাকে ।
তাং ০২/৪/২০১৬।