দুই সপ্তাহ আগে, লিলো তার ইন্সট্রাগ্রামে সুরা বুরুজের ১১ নম্বর
আয়াত শেয়ার করেন:
"নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে
তাদের জন্যে আছে জান্নাত, যার
তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ।
এটাই মহাসাফল্য।"
"Verily, those who believe and do righteous good deeds, for them will be Gardens under which rivers flow (Paradise). That is the great success."
85:11
গত বছর, নিউইয়র্কের একটি শিশু সেন্টারে কমিউনিটি সার্ভিসে তাকে দেখা যায় যে,
তিনি পবিত্র কোরআন বহন করছেন।
এরপরই খবর ছড়িয়ে পড়ে যে ক্যাথলিক ধর্মাবলম্বী লিন্ডসে লোহান ইসলাম গ্রহণ করেছেন।
তবে এ ব্যাপারে তিনি এক বছর ধরে কিছুই বলছিলেন না। অবশেষে তিনি মুখ খুললেন।
ব্রিটিশ ট্যাবলয়েড দা সানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যা, তিনি পবিত্র কোরআন অধ্যয়ন করছেন।
‘আমি একজন আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ এবং নতুন জিনিস শিখতে আগ্রহী ,’ বলছিলেন লোহান।
‘আমার হাতে কোরআনকে ভিন্নভাবে নিচ্ছে আমেরিকা যে সত্যি ঘটনাটা কি?
আমরা সবাই একটি জিনিসে বিশ্বাস করি এবং দিনশেষে আমাদের সৃ ষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হয়।
২৯ বছর বয়সী লোহান শুধু একা নন, তার ২২বছর বয়সী ছোট বোন অলি লোহান,
ক্যাথলিক ধর্ম ছেড়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন।
‘আমার বোন বৌদ্ধ হলেও আমার কাছ থেকে অন্যান্য জিনিস শিখছে। এটা ভালো,’ বলছিলেন লিলো।
লোহান শুধু একা নন, এর আগে আরো বেশ কয়েকজন সেলিব্রেটি ইসলাম গ্রহণ করেছেন।
লোহান জানান, তিনি পবিত্র কোরআন পুরোপুরি অধ্যয়ন করতে চান।
‘আমি গত এক বছর ধরে কোরান পড়ছি তবে এখনো শেষ করতে পারিনি। জানেন তো,
এটা শেষ করা কয়েকদিনের কাজ নয়। এতে অনেক দিন লাগে।"
তিনি আরো বলছেন,"ধর্মের মাধ্যমে আধাত্মিক জগতের ছোঁয়া খুঁজছেন তিনি।"
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩