ভোরবেলা কাবা শরীফের দিকে আমার দৃষ্টি পড়ে।
এ সময় এক উদ্দীপ্ত তরুণ আগমন করেন এবং আকাশের দিকে তাকিয়ে কেবলার দিক মুখ ফিরিয়ে দাঁড়ান।
কিছুক্ষণ পর দেখি, একজন নারী আর একজন শিশু এসে তার পিছনে দাঁড়ায়।
তরুণটিকে দেখলাম, খুব সমর্পিত ভঙিতে মাটিতে মাথা ঠেকাল। পেছনের নারীটি আর শিশুটিও একই কাজ করল।
খুবই স্নিগ্ধ আর মন ভরে যাবার মত একটি দৃশ্য!
এটা দেখে, আমার সারা শরীরে একটা হিম হিম শীতল স্রোত বয়ে গেল!
মনে মনে ভাবছি, কারা এরা?
আমার সাথে ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব।
আমি তাকে উচ্ছ্বসিত হয়ে বললাম,"মনে হচ্ছে এক বিরাট বিপ্লব ঘটতে যাচ্ছে!"
আব্বাস জিজ্ঞেস করলেন,"বলতো,এ যুবক আর মহিলাটি কে?"
আমি বললাম,"জানি না।কে এরা?"
এবার আব্বাস উচ্ছ্বসিত হয়ে বললেন,
"তরুনটি হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহ , নারীটি হচ্ছেন তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ
আর শিশুটি হচ্ছে আলী ইবনে আবু তালিব।
আমার ভাতিজার ধারনা,তার ধর্ম সত্য ধর্ম আর সে যা করছে সব আল্লাহ্ র হুকুমেই করছে!
তবে আমি যতটা জানি তা হচ্ছে,সারা দুনিয়াতে এ তিনজন ছাড়া আর কেউ তাদের দ্বীনের অনুসারী নেই।"
এ কথা শুনে আমার খুব খুব ইচ্ছে হতে লাগল,
"আহা! চতুর্থ ব্যক্তিটি যদি হতাম আমি!"
উপরের সেই চতুর্থ ব্যক্তিটি ছিলেন আফীক আল কিন্দী!
(রেফারেন্স :তাবাকাত ৮ম খন্ড,পৃষ্ঠা ১১)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭