এক এক করে নয়টি নবজাতক মানব সন্তান বহিঃস্কৃত হয়
আল-শিফা হাসপাতাল হতে। বহিঃস্কৃত হয় শরণার্থী-
রুগী-
চিকিৎসক।
মিঃ বাইডেন।প্রেসিডেন্ট বাইডেন আলাভোলা শিশুর মত প্রলাপ রত
-"হামাস হাসপাতালে ঘাঁটি করে যুদ্ধাপরাধ করেছে"।
পশ্চিমা সংবাদপত্রের প্রতিটি শব্দের সাথে রতিলীলায় লিপ্ত শয়তান উচ্চস্বরে বলে
বাইডেন-ব্লিংকেন-অস্টিনের সব কথাই সঠিক।সঠিক।
আচমকা হারেৎজের পাতা থেকে হারিয়ে যায় প্রমাণ।কোথায় ঘাঁটি?
চুপ জল্লাদ বাহিনী।
চুপ পশ্চিমা সংবাদ কর্মী।
চুপ বাইডেন-ব্লিংকেন-অস্টিন গং।
এত এত যুদ্ধাপরাধ কোথায় লুকাবে ইসরায়েল?
কোথায় লুকাবে কুৎসিত পশ্চিমা সভ্যতা?
এখন সবাই চুপ।
চুপ হারামখোর মানবাধিকার কর্মী
চুপ পশ্চিমা সংবাদ মাধ্যমের কর্মী
চুপ ধর্ম ব্যবসায়ী
চুপ তুমি
চুপ আমি।
শুধু গলা শোনা যায় আরব বিশ্বের মোড়লদের
তাও যেন গৃহপালিত কুকুরের ভীত ঘেউ ঘেউ।
গাজাবাসী, -ধ্বংস হয়ে যাক তোমাদের বাড়ি
-বিদ্যালয়
-উপাসনালয়
-হাসপাতাল
কেউ দেখার নেই। কেউ বলার নেই।
আমিও যে মধু খাই পশ্চিমা বিশ্বের।
(নোট:হারেৎজ হলো ইসরায়েলি পত্রিকা।)
নাটোর
১৬/১১/২০২৩
১. ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩ ০