জয় বাংলার লোক বড় বড় চোখ
স্মৃতিসৌধ শুধুই ইমারত চেতনা ছাড়া
আমাদের প্রতি ওদের বিদ্বেষ ছিল চরম।ধর্ম ছিল শুধু রাজনৈতিক সেতু
ঘটনাক্রমে ইতিহাসের দুর্ধর্ষ বাঁকে আমরা পেয়েছিলাম একজন শেখ মুজিবর রহমানকে।
শরণার্থির মিছিলে ভবিষ্যৎ ছিল আঁধারে ঢাকা।ছিল মৃত্যু।ছিল ভিটে-মাটি হতে উচ্ছেদের তীব্র যন্ত্রণা
ছিল ধর্ষিতার বুকফাটা কষ্ট।যুদ্ধশিশুর ভাসমান অজানা সময়।আর স্বাধীনতার পর সমাজের অন্ধকার সময়
এর বাহিরেও ছিল যুদ্ধের ময়দানে বাঙালির উজার করা দেশপ্রেম।আর একই বাঙালির চরম বিশ্বাসঘাতকতা।বিশ্বাসঘাতকা আপন মায়ের সাথে।আপন বোনের সাথে।আপন ভাই আর দেশের সাথে।
এই যে যারা ছিল বিশ্বাসঘাতক,ধর্মের আবরণে ঢাকা আজও তারা একই আছে।আগেও যেমন ছিল।
হায়েনার পাল ঘুরছে এই ডিসেম্বরের শেষ ভাগে নির্বাচনের ডামাডোলের বনে
গণতন্ত্র নামক মুখরোচক শব্দের গহীন জঙ্গলে
কামালের মত বুড়ো ভামের পিছনে।
তবে এবার হায়েনার পাল ঘাপটি মেরে আছে সুশীলতার উদ্যানে
প্রথম আলোর খবরের অন্ধকারে
সোনালী ফসলের ধূসর শীষে।
আমরা ভুলে গিয়েছি হায়েনার একাত্তরের হিংস্রতা
ছাত্রের রগকেটে দেওয়া গতকালের ধূসরতা
পুড়িয়ে মারার যৌক্তিকতা।
এখন সময় বদলে যাওয়ার
২০১৮ ডিসেম্বর