আমিই সেই ব্যক্তি যে সময় ভ্রমণে বেরিয়েছি
আমিই সেই ব্যক্তি যে আবার সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছি
শরণার্থী হয়েছি,ধর্ষিত নারীর ভূমিকায় অভিনয় করেছি
আমিই সেই ব্যক্তি যে বেছে বেছে বাঙালি বুদ্ধিজীবি হত্যা করেছি
আমিই সেই ব্যক্তি যে যুদ্ধের বিজয় উদযাপন করেছি।
আমিই সেই ব্যক্তি যে সত্য কথা বলি
আমিই সেই ব্যক্তি যে মিথ্যা কথা বলি।
আমি আইনের কথা বলে আইন অমান্য করি
সততার কথা বলে অসৎ কর্ম করি
আমি শান্তির কথা বলে মানুষকে পুড়িয়ে মারি।
আমি জানিনা স্বজন হারানো ব্যথার তীব্রতা কেমন
আমি জানিনা মত প্রকাশের স্বাধীনতা কেমন
আমি জানিনা কিভাবে মেনে নিতে হয় অন্যের মতামতকে
আমি জানিনা কিভাবে মেনে নিতে হয় অন্যের স্বাধীনতাকে।
আমি মেনে নিতে পারিনা আয়নায় আমার নিজের প্রতিবিম্বকে।
আমিই সেই ব্যক্তি যে সময় ভ্রমণে বেরিয়েছি।
১৭/১২/২০১৮
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২