হয়তো তোমরা মনে রেখেছো দু’মুখো মানুষটিকে
কিম্বা মানুষদের
হয়তো তোমরা মনে রেখেছো কালো চশমাধারী ওই মেজরটিকে
কিম্বা ভুরু আঁকা এক বেগমকে।
কিভাবে তারা বাংলাদেশে,-স্বাধীন বাংলাদেশে পুনরবাসিত করেছিল রাজাকারদের
কিম্বা যুদ্ধাপরাধীদের।
আমরা হয়তো মনে করতে পারি পলাশীর প্রান্তর
আমাদের স্মৃতিতে সদা জাগ্রত একটি নাম মীরজাফর-
বিশ্বাসঘাতক।
আমরা হয়তো ভুলে গিয়েছি দুর্নীতিতে চাম্পিয়ান হবার সদ্যগত ইতিহাস
সারের দাবিতে বিক্ষোভরত কৃষকের মিছিলে গুলি বর্ষণের নিষ্ঠুর ঘটনা
আমরা ভুলতেই পারি,অতীত কে মনে রাখতে চায়
কে মনে রাখতে চায় আগুনে পোড়া মানুষের তীব্র যন্ত্রণা।
তার চেয়ে ভালো নীলকন্ঠ হই,জেনে শুনে বিষ করি পান
১১/১২/২০১৮