“কেউ খাবে আর কেউ খাবেনা
তা হবেনা তা হবেনা”
শ্লোগানের মাধুর্যে শিহরিত হয় উদর(?)
চারু মজুমদার জীবনের শেষপ্রান্তে এসে বুঝতে পেরেছিলেন
কত ভুল ছিল তার দেখানো আদর্শপথে
ততদিনে ঝরে গিয়েছে কত তরতাজা প্রাণ।
আর আধুনিক সমাজতন্ত্রের কথাই যদি ধরি,-যারা এখনও জীবিত বাংলাদেশে
কোথায় তাদের বিপ্লব?কোথায় আদর্শ?
কেউ রুপান্তরিত হয়েছে পুঁজিবাদের পুতুলে
কেউবা চরম ডানপন্থী।
যারা সমাজই বুঝতে পারেনা
বা বুঝেনি
তারা কিভাবে আনবে সমাজতন্ত্র?বা ফিরিয়ে আনবে মানুষের অধিকার?
হায় সমাজতন্ত্র!হায় রাশিয়া!
সামন্ততন্ত্র হতে লাফ দিয়েছিল সমাজতন্ত্রে
মাঝখানে ছিল সুবিশাল ফাঁক (পুঁজিবাদ)।
সময় বুঝি সব ফিরিয়ে দেয়?
কোথায় যেন ছিলাম?-মিছিল?-আদর্শ?
বামপন্থা?
আমাদের দেশের আদর্শ বামপন্থীগণ
তারা কি আছেন তাদের আদর্শ পথে?
নাকি পুঁজিবাদের দালালিতে ব্যবহার করছেন তাদের আদর্শকে
বামপন্থাকে।
আমাদের শ্রেণীকক্ষে ষাট জন ছাত্র ছিল
প্রথম হতো কেবলমাত্র একজন
১০/১২/২০১৮