জনশ্রুতিগুলি জন্ম নেয়-
সব ঘরে
আমাদের সংযুক্ত করেছে-একাত্তর
আমাদের বিভক্ত করেছে-একাত্তর
পৃথিবীর দুই মেরুর মতই।
একজন যোদ্ধা তার হৃদয় বন্দক রাখে
লোভের কাছে।সময়ের নিষ্ঠুর পদাঘাত।
জনশ্রুতিগুলি রুপ বদলায় মস্তিষ্কের আশ্চর্য গঠন অনুসারে
-শহীদের সংখ্যা
-ধর্ষিত নারীর সংখ্যা
-যুদ্ধাপরাধী
শব্দগুলি বদলে যায়-
মস্তিষ্কের আশ্চর্য গঠন অনুসারে
যেখানে শিক্ষা অপাংক্তেয়,-সনদপত্র মূল্যহীন।
এরপর
রাজাকার নামক ভাগাড়ে আশ্রয় নেয় কতিপয় মুক্তিযোদ্ধা
যদিও তারা অতীতমুক্তিযোদ্ধা
এখন তাদের শরীরে রাজাকারের তীব্র কটু গন্ধ
যা হয়,মানুষ অভ্যাসের দাস-গন্ধ সয়ে নেয় সময়তরঙ্গ (?)
০৮/১২/২০১৮