চুপচাপ হাঁটি।এবং দাঁড়িয়ে যাই.-মানুষের ভীড়ে
শীতের সন্ধ্যা ভেদ করে পিঠা ঘরের পিঠা।
আবার হাঁটি।এবং দাঁড়িয়ে যাই,-মানুষের ভীড়ে
বার্গারের ঘ্রাণ দখল করে বসে আছে বেইলী রোড।
মানুষের ভীড়।হরেক রকম মানুষ,-বেইলী রোডে।
শুক্রবার সন্ধ্যা
উঠতি বয়সী কিশোরের ধারালো নয়নে আলো চমকায়
উচ্ছল তরুণীর কেশ বেয়ে নেমে আসে আলোর ঝর্ণা।
চুপচাপ হাঁটি
শুক্রবার সন্ধ্যা
কথা বলি
সকলের সাথে
তবে বাতাসের ভাষায়।যে ভাষা জানে শুধু-
গ্রামের মেঠো পথ।সবুজ ফসলের ক্ষেত।
০৭/১২/২০১৮