একজন জীবিত মানুষকে টুকরো টুকরো করে ফেললো তারা
ঠিক শান্তিনগর বাজারে টাকার বিনিময়ে মাছ কাটার মতই আর কি
মাছগুলি কেমন পিছ পিছ করে ফেলে ধারালো বটির মসৃণতায়
অবশ্য বেশীর ভাগ ক্ষেত্রে মাছগুলি মৃত থাকে।
শহীদুল আলমকে নিয়ে লাফালাফি বেশ উপভোগ্য
উপভোগ্য বিদেশী শিল্পী-সাহিত্যিকদের সমবেদনা
একটি নাম না বললেই নয়-অরুন্ধুতি রায়।সাবাস
গতকাল এক মারাঠির সাথে কুমিল্লা হতে ফিরছিলাম
সাথে এক কলকাতার বাঙালি ছিল
কত গল্প-স্বাধীনতা,দেশ ভাগ,আজাদী,খান এ সবুর
মারাঠি ভাই গল্পের এক স্থানে এসে জানতে চাইলো, রাজাকার কাদের বলি।
কোথায় যেন ছিলাম?-মাছের টুকরো?
আসলে বিষয়টি ছিল খাসোগী
সৌদিরা মাছ ভেবে খাসোগীকে পিছ পিছ করে কেটে ফেললো?
উন্মাদ ট্রাম্প অবশ্য বেশ রসিক,বলে দিলেন-সি আই এ যুবরাজের নাম বলেনি তো।
আমি স্বপ্নে শুয়ে থাকি টাকার পাহাড়ে
স্বপ্নে আরও আছে বাংলার যুবরাজ,দায়মুক্তি বিল
আর একজন অরুন্ধুতি রায়ের মানবতার দায়
আর হিউম্যান রাইটসের কাংখিত নিরবতা।
খাসোগী বলে কেউ ছিলোনা
আমি অবশ্য পড়ছি বাংলার প্রবাদ-মাছের মায়ের পুত্র শোক।
২৩/১১/২০১৮
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬