ঠিক আমার ভেতরেই তিনি ছিলেন,আর দখলে নিয়ে রেখেছিলেন পুরো একটা সময়।
সময় কত দ্রুত বদলে যায়।কিভাবে হারিয়ে গেলো নীল খাম,ডাক হরকরা
আর হারিয়ে গেলো চেনা মানুষগুলির নীতিবোধ।
সেদিন পরাণ মাঝির সাথে দেখা হলো।বললো-কতদিন পর এলে বাবা!
বাড়ির সবাই ভালো?
চাচা,বাংলাদেশ অনেক বদলে গিয়েছে,না?
পরাণ মাঝি নৌকা বায়,উদাসী হাওয়ায়।
“আয় ছেলেরা আয় মেয়েরা নির্বাচনে যাই
গামছা গলে,মুজিব কোটে ধানের শীষের গীত গাই”।
চাচা,মানুষগুলি এমন বদলে যায় কেন,বলতে পারো
বাবা,আমি খেটে খাওয়া মানুষ
দু’বেলা দুইমুঠো ভাত, আর কি চাই?
সময় এগোয়
সময় পিছায়
ইংরেজ আসে ইংরেজ যায়
আমরা মানুষ থেকে পরিণত হয়ে যাই-হিন্দু ও মুসলমানে
পাকিস্থান আসে পাকিস্থান যায়
আমারা মানুষ থেকে পরিণত হয়ে যাই….
পরাণ মাঝি নৌকা বায়,উদাসী হাওয়ায়।
২১/১১/২০১৮