“তুমি কি ভেবে দেখেছো,আমাদের ভালোবাসা ক্রমশঃ ক্ষীণ হয়ে আসছে”?
“তাই কি?আকাশ কি ছুঁয়েছে দিগন্ত রেখা”?
“আমরা হয়তো অনেকদিন অলিঙ্গন করিনি
একে অপরকে।যেভাবে অলিঙ্গন করে রয়েছে
সুনীল আকাশ পৃথিবীকে।
অথবা ওই ঘড়ির কাঁটা সময়কে”।
কমলেশ সিগারেট ধরায়।বাতাসে ধোঁয়া ছাড়ে
কঙ্কাবতী ধোঁয়ার গতি পথে নিয়ে যায় নিজেকে।
“আমাদের হয়তো আর দেখা হওয়া ঠিক নয়”।
“চলে যাবো দেশ ছেড়ে।আর তো কয়েকদিন”
“সঙ্গম কালে মনে পড়বে আমাদের অলিঙ্গন সময়”?
কঙ্কাবতী হাতে তুলে নেয় কমলেশের হাত। কমলেশ চেয়ে দেখে আকাশ
কর্কশ আকাশের বুকে স্থির হয়ে আছে চিল।নির্মম রোদ ছুঁয়েছে তার শরীর।
কঙ্কাবতী আলতো করে ঠোঁট ছোঁয়ায়
কমলেশের পুরুষ্ঠ ঠোঁটে।
কঙ্কাবতী চলে যায়
রেখে যায় হলুদ মাখানো খাম।
সিগারেটের ধোঁয়া দিশা হারায়
উত্তাল বাতাসে।
৩১/১০/২০১৮
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩