আঁধার শেষ হবে অন্য এক আঁধারে
গণতন্ত্র,সমাজতন্ত্র,মৌলবাদ অথবা একনায়কতন্ত্র শুধুমাত্র দোকানে সাজিয়ে রাখা পণ্য
দেশপ্রেমিকের হৃদয়ের রক্তক্ষরণ দেশের মাঠি ঠিক বুঝে নেয়।
এখন আম,কাঁঠাল সারা বছরব্যাপী পাওয়া যায়
মৌসুমে অবশ্য অফুরন্ত।
উনারা বুঝি অপাংক্তেয়,আর এখন ছুটছেন
কি মোহ তাদের?
দৌড়া-দৌড়ি বলে দেয় নির্বাচনী মৌসুম এটা।
টাকা কথা বলে।ন্যাংড়া পাহাড় ডিঙ্গায়
আমি শ্বশুরবাড়ি আছি তবে আমার বউ নেই
বউ ও বউ,কোথায় গেলে তুমি?
শ্বাপদের শ্বেতদন্ত লুকিয়ে রাখে গালফুলা কামালে।
২৭/১০/২০১৮
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২২