মানুষ বদলে যায়
শক্তির নিত্যতা সূত্র যেমন, তেমন আর কি
বুড়ো শালিকের গায়ে এখন চারটি পাখা
একাধারে লেখক (অন্যের গল্প লেখে দেন)-
আইনজ্ঞ-
রাজনীতিবিদ-
রাজাকার সখা।
রাজাকারের চেতনা একমুখি
যদি বুঝি
সরকারি চাকুরিজীবি রঙ বদলায়-সরকারের ক্রান্তিলগ্নে
নির্বাচন একটি প্রভাবকমাত্র
মানুষের সুবিধাবাদি চরিত্রেরর ক্রিয়া প্রক্রিয়া ত্বরান্বিত করে।
সম্পাদকগণ চরিত্র বিক্রেতা
শব্দের চরিত্র বিক্রয় করে- “আমাদের কিনুন
আমরা আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবো
আমরা তথ্য সন্ত্রাসের ভেতর দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করবো”
একজন মতিউর রহমান
একজন মাহাফুজ আনাম
বায়োস্কোপে শেখ হাসিনার ব্যর্থতার ছবি এঁকে দেন-সযত্নে,সুকৌশলে
কাউয়া কেন বলছো
কেন খেতে দাও তাদের।
যেমনটি ঘটতে পারে।
০৩/১০/২০১৮
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮