ওই যে সাদা মেঘের ভেলা
কেমন চুপচাপ বসে আছে নীল আকাশ স্পর্শ করে
কি মমতা কি মায়ায় জড়িয়ে আছে দু’জন দুজনকে।
জানো কঙ্কাবতী,
তুমি যখন পাশে থাকো,গল্প করো-আমি তখন বিভোর হয়ে ভেসে যেতে থাকি তোমার কথার ভেলায়।
জানি তুমি রাগ করো
গাল ফুলিয়ে বলো- “তুমি কি শুনছো আমার কথা?
আমিই শুধু বলছি
তুমি তো বলছোনা কোন কথা।যাও আমিও কথা বলবোনা আর
আমি চুপ”।
আমি তখন মেঘ হয়ে যাই।স্পর্শ করি তোমার হাত
আমি তখন মনে মনে বলি-আমার সব ভালোবাসা বুঝে নাও তুমি
তুমিও বুঝে নাও আমার সবটুকু ভালোবাসা
আবার শুরু করো গল্প-আমি শুনি ঝর্ণার শব্দ
কঙ্কাবতী
তুমি হও সুনীল আকাশ
আমি হই সাদা মেঘের ভেলা-বিকেলের শেষ আলোয়।
০৩/১০/২০১৮
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২