অসম্ভব ভালবাসবো বলে
হাঁটু-কাদা ভাঙি দীর্ঘ পথে,
দুই গজ দূরত্বে দাঁড়িয়ে তুমি
দেয়াল তোলো আকাশ সমান।
আমি ব্যর্থ চেষ্টায় যখন ফিরে যাবার,
অস্পষ্ট করে শুধু বলো, "ভালবাসি"।
সাইক্লোনের বেগ পেতে
এর বেশি কি লাগে!
সোজা উঠে গিয়ে দেয়াল বরাবর
মেঘের উপর পা রাখি,
বেছে বেছে ঐশ্বরিক প্রেম
মুষ্টিবদ্ধ করে নেমে যাই,
ধাওয়া খাওয়া ধূমকেতুর মত।
তুমি আমাক বরণ করো
তিনটি সমুদ্র দিয়ে,
ভুলে যাও আমার সাঁতারে অপারগতা।
ভাসতে ভাসতে তোমার সামনে
আছড়ে পড়া দেখে ঢেউ।
সমস্ত শক্তি পুঞ্জিভূত করে
চোখ খুলি ঝিনুকের মত।
দেখি, তুমি শূন্যের দিকে
অপরিচিত তাকিয়ে আছো।
আমার চুলে নির্মোহ বালুর স্তর,
বুকে ঐশ্বরিক প্রেম।
এর বেশি দিতে পারেনি অবোধ।
যথেষ্ট হবার কথা ছিল, তবু
আমার গায়ে তোমার ছায়া পড়েনি।
তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই..........
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯