১
স্মৃতিরা ঘাট ছেড়ে জলে নামুক,
নষ্টচাঁদ, তুমি ঘুমিয়ো এক রাত,
তোমার দাগ ঢেকে ঢেকে আমি ক্লান্ত,
ক্লান্ত জলাশয় গিলতে গিলতে।
২
চলে যেতে চাও? যাও।
আমি চড়ুই পাখি হব না।
একগাল হাসি নিয়ে কবি হব।
বিরহী ? সে তো সোনা,
যতই পোড়াবে ততই খাঁটি হব।
৩
সবটুকু দিয়ে কাঙাল আমি
থাকলামই নাহয় দূর্ভিক্ষে,
প্রিয়তম, তবে ঋণীই থাকো
কাকভেজা ভালবাসা নিয়ে।
৪
ছাঁই রঙা এক ফালি সুখ
চাঁদ হবে আমাদের আকাশে,
নিবিড় আলিঙ্গনে কাঁটা থাক,
তুমি হবে আরেকটু আমার।
৫
তুমি চলে গিয়েও থেকে যেতে জানো,
তুমি চলে গিয়ে ভুল শব্দার্থ শেখাও।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৮