একা একটা রুমে এদিক ওদিক পায়চারি করতাছি। বাহিরে ঝুম বৃষ্টি। জানালার পাশে বসে থাই গ্লাসের আড়ালে বাহিরের লোকগুলোর তামাশা দেখে প্রতিটা সময় পার করতাছি।
কিছুক্ষণ গান শুনা হয়। গান থেইকা মন তুলে আবার সিরিজ দেখা শুরু করি। এক এপিসোড দেইখা আবার বই নিয়া বসি। তারপর আবার জানালার দ্বারে গিয়া বসে সিগারেট ফুঁকি।
মিস করতাছি একে একে অনেক বন্ধুদের কে। যে সব বন্ধুরা ছিল ক্ষণিকের জন্য। কোন এক ভাংগাচূড়া ঘর। কিংবা আড়ালে কোন লোকালয়হীন জায়গায়। অনির্দিষ্ট সময়ের চুমু কিংবা আলিঙ্গনে। নাহয় সঙ্গমের সময় টুকু। অথবা মাস্টারবেশনে।
সেই কৈশোরের নষ্টালজিক সময়। লোকের ভয় কিংবা সমাজে টিকে থাকার ভয় কে উপেক্ষা করা, আমার সেই কৈশোর কি আর ফিরে পাবো। সেই কৈশোরের বন্ধুরাও আজ আর নাই। কেউ প্রেম কইরা পালিয়ে বিয়ে করছে। আর কেউ বিদেশ পাড়ি দিছে। আমি পড়ে আছি পতেঙ্গার এক কিনারে।
একা। নিঃসঙ্গ। বন্ধুহীন।
আমি তাহাতে হারিয়ে যায়
হারিয়ে যায় ঘুমে গানে
সময় শেষ হয়ে আসে আমায়
স্বপ্নে, আলসে, তাহাদের টানে......!
কবিতা : তাহারা
স্রাঞ্জি (এক আঁধারময় জীবন) সে