যথেষ্ট ইচ্ছা ও যোগ্যতা থাকা শর্তও, ইউজিসি বা শিক্ষা মন্ত্রনালয় এর ওয়েবসাইটে বৃত্তি এর এড দেখে যারা আবেদন করতে করতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য Erasmus ও VLIR-UOS এর মত যেসব বৃত্তি দেশীয় আমলাতন্ত্রর প্রভাব মুক্ত তাদের একটা তালিকা দেবার চেষ্টা করলাম। সময় নিয়ে দেখবেন নিজের জন্য প্রয়োজনীয় গুলো।
এশিয়ান ইউনিভার্সিটি, থাইল্যান্ড
এশিয়ান ইন্সিটিউট অফ টেকনোলজি , থাইল্যান্ড
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক – জাপান স্কলারশিপ প্রোগ্রাম
জার্মান সরকার প্রদত্ত স্কলারশিপ প্রোগ্রাম
সুইডেন সরকার প্রদত্ত স্কলারশিপ প্রোগ্রাম
নরওয়ে এর NTNU প্রদত্ত স্কলারশিপ প্রোগ্রাম
নেদারল্যান্ড সরকার প্রদত্ত স্কলারশিপ প্রোগ্রাম
নরওয়ে সরকার প্রদত্ত স্কলারশিপ প্রোগ্রাম
অসলো ইউনিভার্সিটি QUOTA স্কলারশিপ
নিচের স্কলারশিপ সাইট গুলো সেভ করে রাখতে পারেন, ইমেইল এন্ট্রি করলে নিয়মিত আপডেট পাবেনঃ
http://www.scholarships-links.com/index.php
http://www.scholarshipnet.info
Click This Link
আমাদের একটা সাধারণ ধারণা আছে যে, অনার্স এর বিষয় এর উপরই মাস্টার্স বৃত্তি এর আবেদন করতে হবে। ধারণাটা সব ক্ষেত্রে ঠিক না। বেশির ভাগ ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারী এপ্লিক্যান্ট প্রাধান্য পায়। যেমন, হেল্থ কেয়ার/ইকোনমিকস শুধু ডাক্তার নন, যারা সামাজিক বিজ্ঞান বা অর্থনিতি পড়েন তারা, ই-গভরন্স বা হেল্থ ইনফরমেটিক্স এ কমপিউটার সায়েন্স বা এর রিলেটেড বিষয় ইত্যাদি। নিজ অভিজ্ঞতা থেকে বলছি, আমার দুইটি বৃত্তিতেই মূল ডিসিপ্লিন থেকে ছিলাম ১০ জন, বাকি ১০/৮ জন ছিল অন্যান্য ডিসিপ্লিন থেকে আসা।
ইউরোপ এই মাল্টিডিসিপ্লিনারী-কে বেশ গরুত্ব দেয়। অনেক গ্রুপ এসাইনমেন্ট থাকে, এতে মূল ডিসিপ্লিন এর শিক্ষার্থিরা অন্য ডিসিপ্লিন এর বিষয় গুলো এর প্রয়োগ নিজ ডিসিপ্লিন এ কিভাবে করতে পারে তা পারস্পারিক আলোচনা বা কাজের মাধ্যমে জানতে পারে। এই গুলো শুধু উদাহরণ দিলাম।
নিজ নিজ বিষয় সম্পর্কিত অন্যান্য ডিসিপ্লিন গুলো খুজে নিয়ে নিচিন্তে আবেদন করতে পারেন। আর এতে সাফল্য এর সম্ভাবনা বেশি।
এর আগে ইউরোপে বৃত্তি নিয়ে পড়াশোনা (Erasmus) ও VLIR-UOS - বেলজিয়াম সরকার প্রদত্ত বৃত্তি বিষয় দুটি পোস্ট দিয়েছিলাম। মটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপার্স, রেফেরেন্স বা রেকমেন্ডেশন লেটার সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। পোষ্টগুলো দেখে আসতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৪২