বন্ধু, আমি মারা যেতে চাই, আমার নরম কোমল বিছানায়
বেশ কেতামাফিক মরতে চাই।
সম্ভব হলে দামেস্কাসের সুক্ষ্ম মসলিন চাদরে।
খাঁটের পাশের ফুলদানিতে পারস্যের গোলাপ
তুরষ্কের সুগন্ধী থাকবে তকতকে ঘরের বাতাস জুড়ে।
বন্ধু, আমি চলে যেতে চাই, বেশ কেতামাফিক প্রস্থান চাই।
ঘরময় আবছা নীল আলোয় চাইনা শেষ বার দেখতে তোমার মুখ
নিশ্চুপ রাগিনীতে তোমার উষ্ণ স্পর্শও চাইনা,
প্রশ্রয় দিতে চাইনা এতদিনের সঞ্চীত আবেগের জন্জালকে।
মনের গোপন গহীনে গভীর যতনে লালন করা
তোমার অবয়ব দেখতে চাইনা।
বহুদিন ধরে চলে আসা অর্থহীন সকল কলহের অবসান চাই
প্রয়োজন নেই তোমার আগুণ গরম কোলের,
নিষ্প্রান বালিশের বুকেই আশ্রয় চাই।
বন্ধু, আমি বেশ কেতামাফিক মরতে চাই।
"বহু প্রতিক্ষীত জীবনের চেয়ে মৃত্যুর সৌন্দর্য্য অনেক বেশি" - একটিবার হলেও তার প্রমান রেখে যেতে চাই।
বন্ধু আমি মারা যেতে চাই,
বেশ কেতামাফিক মরতে চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:২২