-মা তুমি যে বললে চিড়িয়াখানা শুধু পশু থাকে এখন তো দেখছি মানুষও থাকে

~ তুমি কোথায় মানুষ দেখলে মা'মণি...
- ঐযে খাচার ভেতরে .... ওরা তো মানুষের মতই দেখতে ...।
~ ছি মা'মণি .. ওরা মানুষ না .. ওরা খুব হিংস্র পশুর চেয়েও খারাপ

- মা তাহলে এই পশুর নাম কি?
~ এই পশুর নাম হচ্ছে রাজাকার পশু... অনেকে ছাগুও

- মা ওরা কি হনুমানের মত বাদাম খায়..

~ না না ওরা বাদাম খায় না .. তবে শুনেছি ওরা কাঠাল পাতা খায় .।
- মা কাঠাল পাতা তো নিয়ে আসি নি ..

~ কিছুই খেতে দিতে হবে না .. শুধু সামনে গিয়ে বলো, "তুই রাজাকার, তুই রাজাকার"!!!
- ঠিক আছে মা তুমি এখানে দাড়াও আমি সামনে গিয়ে বলি ..""এই যে বুড়াবাবা তুমি কথা বলতে পারো.. তোমার খাচায় থাকতে লজ্জা লাগে না ... তুমি মানুষ মেরেছো কেন ... তুমি আমাদের দেশকে ভালবাসো না কেন .. তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে , আগে যদি জানতাম তুমি কাঠাল পাতা খাও তাহলে নিয়ে আসতাম .... SORRY,

