মা দেখ কত লোক আজ রাস্তায় কেন জানিস?????
ওদের আজ একটাই দাবি .. রাজাকারের ফাসি চাই .. ফাসি ভিন্ন দাবী নাই .
মা খুব কষ্ট পেতাম যখন তুই বলতি তোরা কি আমাকে আর মুক্তি দিতে পারবি না .. আমি যে আর পারছি না, রাজাকারের দালালদের খাদ্য, পানি , নিঃশ্বাস জোগাতে..মা খুব কষ্ট পেতাম, তুই যখন একাত্তরের বীরসন্তানদের কথা ভেবে ভেবে কাঁদতি...খুব খুব কষ্ট পেতামরে মা, তুই যখন রাজাকারদের নৃশংসতার কথা বলে বলে বিলাপ পারতি ....
মা দেখ ভাল করে দেখ ..আজ সবাই আবার জেগে উঠেছে যেমনটি জেগে উঠেছিল একাত্তরে .....তোর বীরসন্তানেরা হারিয়ে যায়নিরে মা ....ওরা আজ মাথাচারা দিয়ে উঠেছে, তুই তো জানিস ওদের শক্তি কতটা . ..তোকে আর কাদতে হবে না এই ভেবে যে রাজাকাররা এখনো শোষন করে যাচ্ছে ....ওদের দিন আজ ঘনিয়ে এসেছে ... বিজয়ের সূর্য উঠতে আর বেশী দেরি নাই রে মা,সে তোকে পূণ্যস্নান করিয়ে দেবে যেমনটি দিয়েছিল একাত্তরে ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে .... তুই আবার ভাবিস না যে রাজাকারের রক্ত দিয়ে তোকে গোসল করাবো.. আমরা এখন আর এতটা বোকা নেই, ওদের রক্ত তোর পূণ্য মাটিতে একফোটাও পড়তে দেবো না ... এমনকি ওদের কবরও তোর মাটিতে জায়গা পাবেনা...
মা এবার তোর কলঙ্ক দেবো মুছে...দেখ সমগ্র জাতি আজ শপথ করছে তোর কলঙ্ক মুছার ....ওরা কতটা বলিষ্ঠ দেখ মা .... ওরা যে আজ হারতে আসে নি ... তোকে কলঙ্ক মুক্ত করতে এসেছে রে মা..
তুই আর চিন্তা করিস না, আর বেশি দেরি নেই রে মা...তোর সন্তানরা তোকে কলঙ্ক মুক্ত করবেই.. আজ সবার চোখে দেখ বিজয়ের নেশা চকচক করছে ....বিজয় আমাদের হবেই হবে , তুই শুধু দোয়া করিস মা ...
""এই দেশ আমাদের মা .... এখানে তোদের মত রাজাকার রুপি নরপশুদের স্থান নেই ....JUST MIND IT""