জানি এখন কেউ খুশি কেউ দুখী। এ দেশ কোনদিকে যাচ্ছে? সঠিক পথে আছে? আপনারা কোটা সংস্কার এর দাবী নিয়ে ছিলেন হঠাৎ করে কি হলো?
উপরের প্রশ্নগুলির উত্তর জানা সহজ নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার কেউ কারো নয়। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। ধরে নিলাম আপনাদের কোটা সংস্কার করা হলো। তারপর? শুধু কোটা সংস্কার সব?
ভোট দিতে পারেন? না। আলু, পটলের দাম জানেন? প্রতিটি দিন কষ্টের। যে মানুষ গুলি দুনিয়ার বুক থেকে মুছে গেল এরা ফিরে আর আসবে না। এদের পরিবার এখন বুঝবে দুনিয়া কি জায়গা? আর মানুষ কি জানোয়ার? কি হবে এদের নিয়ে গান বাজনা ,কবিতা , দুই একটা ভাস্কর্য ইত্যাদি।
আপনাদের যে অবস্থা সত্যি আপনারা ফাঁস প্রশ্ন পেলেও ফেইল করবেন। দেখলাম রক্ত ,দেখলাম লাইক ,শেয়ার এর বন্যা আর পেইজ গুলির ব্যবসা।
আপনারা সারা বছর সংস্কার নিয়ে থাকেন ওদিকে ট্রেনে করে বড় বড় সিও এসে দেশে চাকরি করবে নিশ্চিত থাকেন।
আমি একজন এর কথা শুনেছি সে ১৮ লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছে এখন সে ছয় তলা বিল্ডিং এর মালিক। এর সংস্কার কে করবে? লন্ডনে বসা ভন্ড বাবা?
এই যে লিখছি খুব মন খারাপ নিয়েই লিখছি। এই তবে স্বাধীনতা? কাকের মাংস কাকে খাচ্ছে। ছি:! এই কি তবে রাজনীতি ?
এ আন্দোলন কেমনে সার্থক হবে? মধ্যরাতে বি এন পির অফিস থেকে লাইভ। আচ্ছা, এ দল কি কোন গর্দভ চালায়?
শোনেন , একাত্তরে জিতেছেন আন্তর্জাতিক মহল পাশে ছিল। ভারত পাশে ছিল। সবাই ট্রেনিং নেয়া ছিল। সে প্রেক্ষাপট ভিন্ন ছিল । আপনাদের যারা নেতা তারাই ভুলে যেতে পারে আপনাদের ।অর্থ আর ক্ষমতা এমন খচ্চর জিনিস ! এখানে সবাই নাকি শান্তি পুর্ণ আন্দোলন করছিল তা এ লাঠি সাপ্লাই দিলো কারা? খবরে দেখলাম ,জাবির ছাত্রলীগের অফিস ভাংচুর। এখন লিস্ট করে মামলা দিয়ে যদি গারদে ভরে দেয়। অসম্ভব নয় । পরিবার আর আপনি বুজবেন তখন কে আপন? কে পর? কেউ আসবে না বাঁচাতে।
কোর্টের রায় পর্যন্ত সহ্য হলোনা? এখন আম ছালা হারান । আপনারা আন্দোলন করার ফাঁকে ৪০০ কোটির মালিক পিয়ন জাহাঙ্গীর মার্কিন মুল্লুক চলে গেছে। আপনাদের ভবিষ্যৎ কি জানেন? এমন জাহাঙ্গীর মাল্টিন্যাশনাল বিজনেস করবে আর আপনার মতন মেধাবীদের গাধার মতো খাটিয়ে মাল কামাবে। জ্বি হ্যাঁ ইহাই বর্তমান বাংলাদেশ। প্রতিবার আন্দোলনে কিছু সেলিব্রেটি বের হয় এছাড়া কিছুই হয় না তেমন । ভালো থাকবেন সকলে। সাবধানে থাকবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২০