সবার যে সব কিছু মিলবে
এমন কিন্তু না
আমি হলাম বাধ্যতামূলক বিষাদ মোড়া
সিলেবাসের অন্তর্ভুক্ত
অথবা
রক্ত ,হাড় ,মাংস এবং চামড়ায় ঠাসা
কোন জলজ্যান্ত মনোলিথ
মানুষের সাথে মিল আছে এই যা ।
সত্যি ,
মানুষের মনে কতো প্রেম
দু:খ শেষে সুখের ক্ষণ আসে
আর আমার
রাত বিরাতে চিতার আগুনের মতো জ্বলে জ্বলে
ঘুমিয়ে পড়ার নিয়মিত রুটিন
আবার বলা যায়
জলে ভাসা পাতার মতো
একটু এদিক সেদিক হলেই
গভীরে ডুব।
ইচ্ছে সত্বেও ইদানীং কাউকে বলতে পারি না
এ্যাই !
একটু দাঁড়াও
কথা শোন
চলো ,
রোদ মেখে মেখে হেঁটে যাই বহুদূর
অথবা
বৃষ্টিজলে ভিজে গরম চা
কবিতা আর সন্ধ্যা ঘনিয়ে আসা পর্যন্ত আড্ডা
তুমুল তর্ক শেষে হাসি
ঘরের দুয়ারে এসে দেখি
হারিয়ে ফেলেছি চাবি
এমনকি
যার প্রেম ভাঙিয়ে
সারা জীবন চলে যাবো
নেই অমন বিশেষ কেউ
একটা বিন্দুর মতো একা।
যদিও প্রেম মানে
এক সময়কার ঝাপসা স্মৃতি
আজকাল হয়েছে কি
চোখ বুজে চুপ করে থাকি
নিজের সনে নিজের সে কতো যে বোঝাপড়া
দিন শেষে দেখি
টবের ফুল নুয়ে পড়েছে
ভেসে আসে আযান
এবং
শঙ্খের সুর
এদিকে আঙুল গুনে হিসেব কষি
জন্ম এবং মৃত্যুর।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৪ দুপুর ১:০৯