এক দল পাখি
আর
একা
একটি পাখি
এ দুয়ের ব্যবধান আমরা কতটুকু বুঝি?
আমাদের অত সময় নেই
আমরা ব্যস্ত
সত্যি ,
আমাদের কিন্তু তেমন কাজ নেই
সরকারকে গালিগালাজ
ইসরায়েল হামাস
ভিনদেশের গান শোনা
চায়ের সাথে চিনির মিশে যাওয়া
নেতাদের চিতকার ভাষণ
ইতর প্রাণীর ঘেউ ঘেউ একই
মোবাইল ঘাটাঘাটি
এসব আলাপ চলার পথে
সামান্য দেই যাত্রা বিরতি
টেনে তুলি বাথরুমের ছিটকিনি।
ইদানীং
হাতসাফাই আধুনিক শিল্পে পরিণত হয়ে গেছে
বড় বড় প্রতিষ্ঠান এবং ব্যক্তি
এ কাজকে সাদরে গ্রহণ করে ফেলেছে
দীর্ঘদিন দৌড়াতে হলে
অথবা বেঁচে থাকতে চাইলে
এর কোন বিকল্প নেই
এ অধমের মগজে তা পাকাপোক্ত বসে গেছে।
কুকুরের দল
মানুষের ঢল
ফারাক অনেক
আমরা এসব খুঁটিনাটি ধরতে জানি
তাই তো
কলমকে কালাসনিকভ ভেবে আনন্দে আছি।
তবে হ্যাঁ ,
বছরের বিশেষ কিছুদিন
আমরা বেছে নিয়েছি
সেদিন দেশ মাতার কোলে নিশ্চিন্তে ঘুমানোর লক্ষ্যে
আগামী প্রজন্মকে
সদ্য কচি ঘাস কাটার ঘ্রাণে পাগল হতে বলছি।
ওদিকে কেউ কেউ আসমান ছোঁয়ার স্বপন দেখিয়ে
লুটেপুটে দেশ ছেড়েছে
আর এদিকে
খুপরি ঘরে এক নারী যৌবন বেঁচে
শরীর এলিয়ে
শাহরুখ কাজলের চুমুর দৃশ্য দেখছে
ফিক করে হাসছে।
বাহ! বাহ! বাহ!
কি উন্নয়ন!
আর কিছু সংখ্যক কবির দল
ছটফটিয়ে মরছে
মাতম করছে
তাদের সাহিত্যের কি হবে?
কি হবে এসব পদক ভিখিরিদের?
এ বিষয়টি আজকাল পর্ণ মুভির চেয়ে
বড্ড বেশী অশ্লীল হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৪ বিকাল ৫:০৯