আমি কোনদিন বলিনি,
এক পা গাছের ডালে বেঁধে
উল্টো লটকে
অথবা চারপাশে আগুন জ্বালিয়ে
তার উপর বসে
কঠিন সাধনা করে যাচ্ছি
অমন সাধু ব্যক্তি নই
তুমিও কোন চার্চের নান সিস্টার নও
খেটেখুটে আমাদের দানাপানি জুটে
নয়টা পাঁচটার অফিস দুজনের
মাঝেমধ্যে ব্যতিক্রম
জ্বর , কাশি ঠেকাতে পারে না অফিস কামাই
মাসের শেষে
নানান বিল দিতে যেয়ে সরকারের শ্রাদ্ধ করে
ঘরের দুয়ারে খিল লাগাই
আর
পকেট এবং ব্যাংক ব্যালেন্স সে তো যাচ্ছেতাই।
আমরা অতি সাধারণ
এরপরও চলো না ,
একসাথে আড্ডা দেই
মুভি দেখি
থিয়েটার
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াই
স্ট্রিট ফুডে দিব্যি ভেসে যাই
প্রেমিক প্রেমিকা হলে কিন্তু মন্দ হতো না
মনে করি আমি ,
এর চেয়ে বড় পরিচয়
দুজনের দরকার যে নাই
ভাবছ কি তুমি এমনটাই?
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ বিকাল ৪:১৩