.................... মাঝে মাঝে চলার পথে কিছু দৃশ্য চোখে পরার মত।মায়ের প্রতি একটি ছোট্ট ছেলের ভালবাসা দেখে আমি সত্যি মুগ্ধ।প্রতিদিনের ন্যায় বিকেলে চায়ের দোকানে আমাদের আড্ডা চলছে।আড্ডা শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছুটন্ত অটো রিক্সার সাথে নিজেকে মেলাচ্ছি আর ভাবছি আমার দৌড় এই অটো রিক্সার থেকে ধীরগতির তাই এখনো পিছনে পড়ে আছি। এমতাবস্থায় হঠাত চোখ ফিরে তাকিয়ে দেখি একটা পিচ্ছি খুব ব্যাস্ত। দেখলাম সে কিছু টাকা দোকানের টেবিলে রেখে দৌড় দিয়ে রাস্তা পাড় হচ্ছে।এরকম ঘটনা আমদের সবার জীবনে আছে।আমরা একটা দশ টাকার নোট পেলে সেটি দিয়ে কিছু কিনে লুকায় লুকায় খেতাম কাউকে দিতাম না।কিন্তু দেখলাম এই পিচ্ছিটার বেলায় পুরো উলটো ঘটনা সে পেপসি বোতলটা নিজে না খেয়ে তার মায়ের মুখে তুলে দিল।আর অপলক দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে।এতটুকু বাচ্চার মায়ের প্রতি গভীর ভালবাসা সত্যিই অতুলনীয়। বাস্তবতার চরম মুহূর্তে আমরা ভুলেই বসেছি আমদের অস্তিত্বকে।যে বাবা মা পরম যত্নে আমাদের বড় করে তুলছে সেই বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন দূরের কথা অজানায় অনেক কষ্ট দিয়ে থাকি।বাবা মায়ের বয়স হলে তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। যদিও কথাগুলো অনেক পরিচিত তবুও আমরা ভুল করি যে ভুলের জন্য বাবা মা গভীর কষ্ট বুকে পুষে রাখে অথচ কখনো সন্তানদের বুঝতে দেয় না ।কারন পিতামাতার ভালবাসা মহৎ স্বার্থহীন
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯