কষ্ট আসে বজ্র হয়ে সব আশাকে ভস্ম
করতে
রক্তাক্ত করে ছিন্ন ভিন্ন করে হিস্রতার তিরে
ক্ষত হয় পঁচে যায় গলে যায় মন
কষ্টগুলো আঘাত হানে জলোচ্ছ্বাস হয়ে আশা
নামক সুখ পাখীটার ডানা ভাঙতে
অকালে ঝড়ে যায় সুখমাখা মধুর অনুভূতি
জীবন হয়ে উঠে হতাশার ধুলো
রাতের অন্ধকারে মনের চিলেকোঠায় ভিড়
করে
ছোট বড় লাল নীল কত অজস্র তিক্ত কষ্ট
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৫