বারাক ওবামার অন্তিম সময়ে জন কেরী বাংলাদেশে ঝটিকা সফর করে গেলেন ।এই সফরকে অনেকে গুরুত্বপুর্ন মনে
করলেও আসলে কতটা লক্ষ্য পুরন হবে বিতর্ক টা থেকেই গেল । কারন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে ,১৪সালের ৫ই
জানুয়ারীর নির্বাচন পর্যন্ত কোন মার্কিন সরকার আমাদের স্বাধীনতার পক্ষের সরকারের অনুকুলে ছিলেন না।আজ সময় বদলেছে।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে । বঙ্গবন্ধু কন্যা মান্ নীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলা দেশ এগিয়ে চলেছে ।
সে কারনে বর্তমান মার্কিন সরকারের বিদেশ নীতিতেও পরিবর্তন আসতে পারে অসম্ভব কিছু নয় । জন কেরী বিএনপি নেত্রীর
সঙ্গে সাক্ষাত করেছেন। দুই টেবিলে দুই ধরনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে । আসলে দেশে দুই ধারার রাজনীতি চলছে ।
কেরী সাহেবের পক্ষে কোন ধারায় কাজ করা সম্ভব হবে সময় বলে দেবে । কারন কদিন পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন
হবে। যদি কেরী সাহেবের দল আবার ক্ষমতায় যায় তবে হয়তো কিছু কাজ করা সম্ভব হবে। বিশ্বের সুপার পাওয়ার দেশের
দেশের সরকারী প্রতিনিধি এসেছেন আমাদের তাকে ঘিরে প্রত্যাশা তো থাকবেই। তবে ঘরপোড়া গরুর মেঘ দেখলে তো ভয়
পাবার ই কথা । আমাদের বহু সর্বনাশের সমর্থক যারা ছিলেন আজ তারা সতিকার বন্ধু হবেন সেটা পরীক্ষা নিরীক্ষার বিষয় । তার
পরেও আমরা আশাবাদী ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪২